সার্চ ইঞ্জিন (Search Engine) এক ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইট। এটি এমন একটি টুল যা সমস্ত ইন্টারনেটে বিস্তৃত ওয়েব সাইটগুলােকে আয়ত্তের মধ্যে রাখে। ক্লায়েন্টের চাহিদা মত তা খুজে বের করতে সাহায্যে করে। বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন এর নাম সমূহ হলো– www.google.com, www.yahoo.com, www.amazon.com, www.bing.com, www.ask.com, www.pipilika.com, www.altavista.com, yep.com ইত্যাদি।
Offcanvas menu