সোডিয়াম ভেপার ল্যাম্প হাই ইনটেনসিটি ডিসচার্জ ল্যাম্পের একটি। এটি ১৯৬৫ সালে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে।
যে ল্যাম্পে ‘ইউ’ আকৃতির কাচের নলের ভেতর কিছুটা সোডিয়াম ভেপার, সামান্য পরিমাণ নিয়ন গ্যাস এবং নলের দুই প্রান্তে দু’টি টাংস্টেন ফিলামেন্টের ইলেকট্রোড থাকে, তাকে সোডিয়াম ভেপার ল্যাম্প (Sodium-vapor lamp) বলে।
সোডিয়াম ভেপার ল্যাম্প হতে প্রতি ওয়াটে ৬০ লিউমেন আলো নির্গত হতে পারে। এ ধরনের ল্যাম্পের সাইজ সাধারণত ৪৫, ৬০ এবং ১০০ ওয়াট হয়ে থাকে।
নিম্নলিখিত অংশসমূহ নিয়ে সোডিয়াম ভেপার ল্যাম্প গঠিত-
(১) এসি সাপ্লাই;
(২) পিএফ কন্ডেনসার;
(৩) অটো ট্রান্সফরমার;
(৪) ফিলামেন্ট হিটিং ট্রান্সফরমার;
(৫) কোল্ড ফিলামেন্ট;
(৬) সোডিয়ামসহ ইউ আকৃতির টিউব;
(৭) ভ্যাকুয়াম ফ্লাক্স।