হাইড্রোকার্বন কাকে বলে?
কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন– বেনজিন, ইথেন, প্রোপিন প্রভৃতি।
কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন– বেনজিন, ইথেন, প্রোপিন প্রভৃতি।
অভ্যন্তরীণ যোগাযোগ করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ইন্ট্রানেট (Intranet) বলে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্ট্রানেট ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের কর্মচারী/কর্মকর্তা ব্যবহার করতে পারেন। বর্তমানে এটি বহুল ব্যবহৃত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করো। মানুষ সামাজিক জীব। বর্তমানে…
যে বিক্রিয়ায় আয়নিক যৌগ পানির সাথে যুক্ত হয়ে কেলাস গঠন করে তাকে পানির সংযোজন বিক্রিয়া বলে। পানির সংযোজন বিক্রিয়ায় যত অণু পানি যুক্ত হয় তাকে কেলাস পানি বলে। রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১. ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? উত্তর : সমযােজী যৌগে পরমাণুসমূহ যে বল দ্বারা আকৃষ্ট থাকে তাকে ভ্যানডার ওয়ালস বল…
বাগধারা অর্থ কথার কথা। এর অন্য নাম হলো কথার বাগবিধি। প্রত্যেক ভাষারই নিজস্ব কতগুলো বিশেষ পদ রয়েছে। তাদের কোন পরিবর্তন করা যায় না, এই পদ বা পদসমষ্টি আভিধানিক অর্থ প্রকাশ না করে, কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাই এই পদ বা পদসমষ্টিকে বাগধারা বলে। যেমন – আদার ব্যাপারী বললে মনে হয় আদার ব্যবসা করে এমন ব্যাক্তিকে বোঝানো…
আহিত বস্তুর যে আধান তড়িৎ আবেশের মাধ্যমে পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশি আধান বলে। তড়িৎ আবেশের ফলে কোনো পরিবহাকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে।
সোল্ডারিং এর সংজ্ঞা কি? (What is wire soldering in Bengali/Bangla?) তার বা ক্যাবল কন্ডাকটরের মধ্যে যান্ত্রিকভাবে সংযোগ দেওয়ার পর সোল্ডার ও রজনের মাধ্যমে সংযোগস্থল মজবুত, জয়েন্টের স্থায়িত্ব বৃদ্ধি ও কারেন্ট বাধামুক্ত করতে সংকর ধাতুর যে প্রলেপ দেওয়া হয়, তাকে সোল্ডারিং (Soldering) বা ঝালাই বলে। সোল্ডারিং করার প্রয়োজনীয়তা (Necessity of Wire soldering) বৈদ্যুতিক তার অথবা ধাতুর…
দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত (Ratio) বলে। অনুপাত একটি ভগ্নাংশ, এর কোনো একক নেই। ‘:’ চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক। যেমন, ১২ : ১৯। দুইটি রাশি p ও q এর অনুপাতকে p : q = p/q লিখা হয়। p ও q রাশি দুইটি সমজাতীয় ও একই এককে প্রকাশিত হতে হবে। অনুপাতে p কে পূর্ব রাশি এবং q কে উত্তর রাশি বলা হয়।…