শতকরা হার কী? জারক ও বিজারক বলতে কী বোঝায়?

শতকরা হার কী?

উত্তর : 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব দ্রবীভূত থাকে তার পরিমাণগত প্রকাশকে শতকরা হার বলে।

 

জারক ও বিজারক বলতে কী বোঝায়?

উত্তর : যে বস্তু অন্য কোনো বস্তুর জারণ ঘটায় এবং নিজে বিজারিত হয় তাকে জারক বলে। অন্যদিকে যে বস্তু অন্য বস্তুর বিজারণ ঘটায় এবং নিজে জারিত হয় তাকে বিজারক বলে। জারক ও বিজারক আয়ন, পরমাণু এমনকি যৌগ হয়ে থাকে। অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পটাসিয়াম ডাইক্রোমেট, পটাসিয়াম পারম্যাঙ্গানেট হলো আণবিক শ্রেণির জারক। আবার, উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট ধাতব আয়ণ ও অধাতব পরমাণুসমূহ জারক। আবার সকল ধাতু, হাইড্রোজেন ও কার্বন হলো আাণবিক শ্রেণির বিজারক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *