কৃন্তন গুণাংক কাকে বলে?
স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে কৃন্তন গুণাংক বলে।
স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে কৃন্তন গুণাংক বলে।
প্রাক্ষোভিক বুদ্ধি কি? John D Mayer এবং Peter Salovey এর মতে, প্রাক্ষোভিক বুদ্ধি হলো চারটি ক্ষেত্রে প্রক্ষোভসহ যুক্তি প্রদর্শন করার ক্ষমতা। যেমন – প্রক্ষোভ প্রত্যক্ষণ করা, চিন্তার সঙ্গে সমন্বয় করা, প্রক্ষোভকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা।
পিতৃতান্ত্রিক পরিবার বলতে সেই পরিবার ব্যবস্থাকে বোঝায় যেখানে পিতা বা উপার্জনক্ষম বয়োজ্যেষ্ঠ পুরুষই পরিবারের কর্তা। পিতৃতান্ত্রিক পরিবারে পুরুষের দিক থেকে বংশপরিচয় গণনা করা হয়। এরূপ পরিবার ব্যবস্থায় সন্তান-সন্ততিরা আদি পুরুষদের উপাধিপ্রাপ্ত হয়। এ ব্যবস্থায় বিয়ের পর কনে স্বামীর পরিবারে বসবাস করে।
১) কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ হতে? উত্তরঃ গ্রিক শব্দ হতে। ২) কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি? উত্তরঃ কম্পিউট। ৩) কম্পিউট শব্দের অর্থ কী? উত্তরঃ গণনা করা। ৪) কম্পিউটার কী ধরনের যন্ত্র? উত্তরঃ ইলেকট্রনিক যন্ত্র। ৫) কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়। উত্তরঃ ন্যানো সেকেন্ডে। ৬) কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে? উত্তরঃ ৩টি ৭) কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে…
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ অত্যন্ত প্রবল। এ অঞ্চলকে বলা হয় গর্জনশীল চল্লিশা। এ বায়ু প্রবাহের ফলে ওপরের আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং প্রায়ই প্রবল বৃষ্টিপাত হয়।
অতীতের কোন অভ্যাস বুঝাতে used to ব্যবহৃত হয় । Used to এর পরে Principle বা মূল Verb এর Present form হয় । যেমন- They used to play cricket when they were boys. Asma used to sew when she lived in Kaligonj. We used to live in a small village but now we live in Sylhet. He used to smoke…
আলো কী? আলোর প্রকৃতি কেমন? আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দেখার অনুভূতি জন্মায়। আলোর উপস্থিতিতে আমরা কোনো বস্তুকে দেখতে পাই এবং আলো না থাকলে দেখতে পাই না । আলো সর্বদা সরল পথে চলে। কোন বাঁধা পেলে দিক পরিবর্তন করে না। তবে আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে থাকে। শূন্য মাধ্যমে…