পাইপ লাইনের মধ্য দিয়ে গরম পানি ও শীতল গ্যাস দ্রুত প্রবাহিত হয় কেন?
উত্তর : তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের অণুগুলো তাপ থেকে শক্তি গ্রহণ করে বেশি শক্তি পায় এবং এদের গতি বেড়ে যায় এতে অণুগুলোর গড় মুক্ত পথ বৃদ্ধি পায় ফলে এদের মধ্যে ঘর্ষণ কম হয়। গড় মুক্ত পথ বৃদ্ধির ফলে তরলের স্তরের আপেক্ষিক বাধা কমে যায়। ফলে তরলের সান্দ্রতা হ্রাস পায়। আবার তাপমাত্রা হ্রাস পেলে গ্যাসের সান্দ্রতা হ্রাস পায়। এ কারণে পাইপ লাইনের মধ্য দিয়ে গরম পানি ও শীতল গ্যাস দ্রুত প্রবাহিত হয়।