মৌল কি? রসায়নে মৌলের গুরুত্ব
প্রকৃতিতে ১১২ টি মৌল রয়েছে। এইসব মৌলের সমন্বয়ে গঠিত হয় লক্ষ লক্ষ যৌগ। আমরা আমাদের চারপাশে যত যৌগ দেখতে পাই সবগুলোই এই ১১২ টি মৌলের কোন না কোনটি দিয়ে তৈরি। সবচেয়ে বেশি যৌগ তৈরি হয় কার্বন দিয়ে। কার্বনের একটি বিশেষ ধর্মের জন্য এটি হাইড্রোজেন, অক্সিজেন, সালফার প্রভৃতি মৌলের সাথে যুক্ত হয়ে অগণিত যৌগ সৃষ্টি করে। এর সবই পদার্থ, যা রসায়নে আলোচনা করা হয়। তাই রসায়নে মৌলের গুরুত্ব অপরিসীম।