অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ?
অ্যানালার শতকরা 99%বিশুদ্ধ।
অ্যানালার শতকরা 99%বিশুদ্ধ।
রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার অনেক ক্ষেত্রেই পরীক্ষণ নির্ভর। পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেই বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যায়। পরীক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজন হয় প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য উপকরণ সংগ্রহ, পরীক্ষণের ফলে প্রাপ্ত তথ্য উপাত্ত (Data) সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান এবং ফলাফল নিশ্চিতকরণ।
ক্যাথেটার হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত এক প্রকার সরু টিউব বা পাইপ যা চিকিৎসাকার্যে ব্যবহারযোগ্য উপাদান দ্বারা তৈরি করা হয়। রোগের চিকিৎসা বা শল্যচিকিৎসার প্রয়োজনে শরীরে ক্যাথেটার প্রবেশ করানোর প্রয়োজন পড়ে। ক্যাথেটার তৈরির উপাদান পরিবর্তনের মাধ্যমে বা ক্যাথেটার উৎপাদনের পদ্ধতি সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের ক্যাথেটার তৈরি করা সম্ভব। কার্ডিওভাসকুলার, ইউরোলজিকাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, নিউরোভাসকুলার, এবং অপথ্যালমিক প্রয়োজনে বিভিন্ন…
কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? উত্তর : মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে লাভ করেছি এ প্রিয় দেশ, বাংলাদেশ। যুদ্ধটির নাম কী? উত্তর : মুক্তিযুদ্ধ। ব্রিটিশরা কত সালে এ উপমহাদেশ ছেড়ে চলে গিয়েছিল? উত্তর : ১৯৪৭ সালে। ব্রিটিশরা…
IUPAC – এর পূর্ণরুপ হচ্ছে International Union of Pure and Applied Chemistry। রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১. প্রতীক কী? উত্তর : কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্তরূপকে প্রতীক বলে। প্রশ্ন-২. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়? উত্তর : ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্নশক্তির স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য…
উদ্ভিদ দেহ যে কোষ দ্বারা গঠিত তাকে উদ্ভিদ কোষ বলে। এটি উদ্ভিদদেহের গঠন ও কার্যের একক। উদ্ভিদের জড় কোষপ্রাচীর থাকে। কোষে থাকে বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন- কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, গলজিবডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকনড্রিয়া, কোষ গহ্বর। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য : নিচে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য দেওয়া হলো- কোষপ্রাচীর থাকে। ১. এ কোষে প্লাস্টিড থাকে। ২….
১. উদ্ভিদে ফুল উত্পাদনে সহায়তা করে কোন হরমোন? ক. অক্সিন খ. জিব্বেরেলিন গ. ফ্লোরিজেন ঘ. অক্সাইড সঠিক উত্তর : গ ২. অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? ক. গ্রেগর জোহান মেন্ডেল খ. চালর্স ডারউইন গ. মাদাম কুরি ঘ. নিউটন সঠিক উত্তর : খ ৩. খাটো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন হরমোন প্রয়োগ করা হয়? ক….