প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ, পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল?

উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল।

মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

উত্তর : মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে।

আমরা একটি যুদ্ধের মাধ্যমে লাভ করেছি এ প্রিয় দেশ, বাংলাদেশ। যুদ্ধটির নাম কী?

উত্তর : মুক্তিযুদ্ধ।

ব্রিটিশরা কত সালে এ উপমহাদেশ ছেড়ে চলে গিয়েছিল?

উত্তর : ১৯৪৭ সালে।

ব্রিটিশরা চলে যাওয়ার পর যে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় তার নাম কী?

উত্তর : ভারত ও পাকিস্তান।

ভাষার জন্য একটি আন্দোলন হয়েছিল। সে আন্দোলন কত সালে হয়েছিল?

উত্তর : ১৯৫২ সালে।

১৯৭০ সালে সাধারণ নির্বাচনে একটি দল নিরঙ্কুশ বিজয় লাভ করে। সেটি কোন দল?

উত্তর : আওয়ামী লীগ।

মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান ছিল কোনটি?

উত্তর : ‘জয় বাংলা’।

পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে ২৫শে মার্চ ঢাকা শহরে বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। আক্রমণের নাম কী?

উত্তর : অপারেশন সার্চ লাইট।

বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল?

উত্তর : বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

প্রতিবছর বুদ্ধিজীবীদের স্মরণে একটি দিন  পালন করা হয়। সে দিনটি কোন দিন?

উত্তর : ১৪ই ডিসেম্বর।

কত তারিখে যৌথ বাহিনী গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ আত্মসমর্পণ কত তারিখে করে?

উত্তর : ১৬ই ডিসেম্বর।

১৯৭২ সালে ১০ই জানুয়ারি দিনটিতে কী হয়েছিল?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার জন্মস্থান কোথায়?

উত্তর : পাঞ্জাব।

কতজনকে সর্বোচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়?

উত্তর : ৭ জনকে।

মুক্তিযুদ্ধে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?

উত্তর : বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে কখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?

উত্তর : ১৯৭১ সালের ২৬শে মার্চ।

১৯৭১ সালে ১০ এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, এটি কী নামে পরিচিত?

উত্তর : মুজিবনগর সরকার।

কাকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৯৭১ সালের ১১ জুলাই একটি বাহিনী গঠন করা হয়। বাহিনীটির নাম কী?

উত্তর : মুক্তিবাহিনী।

মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী?

উত্তর : জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানী।

মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?

উত্তর : ৩টি।

যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল। কয়েকটি বলতে কতটি সেক্টর বোঝায়?

উত্তর : ১১টি সেক্টর।

ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে একটি নিয়মিত বাহিনী গঠিত হয়। এ বাহিনীর নাম কী?

উত্তর : মুক্তিফৌজ।

কে বঙ্গবীর নামে পরিচিত ছিলেন?

উত্তর : জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী।

যুদ্ধে অস্ত্র বহন করত ও সম্মুখযুদ্ধে অংশ নিত কোন গ্রুপ?

উত্তর : অ্যাকশন গ্রুপ।

সে সময় এ দেশের মানুষের একটি প্রিয় গান ছিল। সেটি কোন গান?

উত্তর : ‘জয় বাংলা বাংলার জয়’।

মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল?

উত্তর : সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ; তাছাড়া গোপনে মুক্তিযোদ্ধাদের সহায়তা দান এবং মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয়দানের মাধ্যমে।

১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে হানাদার বাহিনী কাদের হত্যা করে?

উত্তর : ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে হানাদার বাহিনী অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি-সাহিত্যিক অর্থাৎ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে