ইমালশন কি?
উত্তর : ইমালশন হচ্ছে দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ যেগুলো পরস্পর মিশ্রণীয় নয়। এগুলো দুই দশাবিশিষ্ট কোলয়েড জাতীয় পদার্থ। যেমন দুধ ,মাখন।
উত্তর : ইমালশন হচ্ছে দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ যেগুলো পরস্পর মিশ্রণীয় নয়। এগুলো দুই দশাবিশিষ্ট কোলয়েড জাতীয় পদার্থ। যেমন দুধ ,মাখন।
কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে ঐ মৌলের ধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি তার ধাতব ধর্মও তত বেশি। ধাতব বৈশিষ্ট্য বলতে উচ্চ তড়িৎ ও তাপ পরিবাহিতা, ধাতব দ্যুতি, নমনীয়তা প্রভৃতি বুঝায়। ধাতব পরমাণুতে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বা ইলেকট্রনগুলো দুর্বলভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। অর্থাৎ ধাতব খণ্ডে ইলেকট্রনগুলো…
সংরক্ষণ কাকে বলে? সংরক্ষণ কথাটির আক্ষরিক অর্থ সুরক্ষা বলা যায় । বিশেষ কর্মসূচী প্রয়োগের মাধ্যমে সেই জাতি সত্তার বিকাশ সাধন করাই হলো সংরক্ষিত জাতির রক্ষা কবচ। আমরা নির্দিষ্ট জাতি গত সুরক্ষা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই সংরক্ষণ শব্দটি আরোপ করে থাকি। যেমন বিলুপ্ত প্রায় প্রাণীদের ক্ষেত্রেও সংরক্ষিত এলাকা বা প্রকল্পের কথা সকলেই জ্ঞাত। অর্থাৎ যখন কোনো…
প্রশ্ন-১। জীববিজ্ঞান বলতে কি বুঝায়? উত্তরঃ জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেখানে জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায়। প্রশ্ন-২। সংকরায়ন কি? উত্তরঃ সংকরায়ন হচ্ছে জিনগত বৈশিষ্ট্যে ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে নতুন উন্নত জাত সৃষ্টির প্রক্রিয়া। প্রশ্ন-৩। ট্রান্সফার RNA কাকে বলে? উত্তরঃ যে সব RNA জেনেটিক কোড অনুযায়ী…
অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। এর মধ্যদিয়ে আলোক সিগন্যাল পাঠানো যায়। এক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো কী কী? অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো হলো– ১. উচ্চ ব্যান্ডউইথ; ২. আকারে ছোট ও ওজন কম; ৩. তড়িৎ চৌম্বক প্রভাব থেকে মুক্ত; ৪. শক্তি…
যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে পুনরায় গ্যাসীয় হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয়, তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে। যেমন : ন্যাপথালিন, আয়োডিন ইত্যাদি। তাপমাত্রা বাড়ালে ব্যাপনের হার বাড়ে কেন? আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তাপমাত্রা বাড়ালে ব্যাপনের হার বাড়ে। একক সময়ে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয়…
ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস ১৯৩৭ সালে এ চক্রটির তথ্য তুলে ধরেন। তার নাম অনুসারে এ চক্রটিকে ক্রেবস চক্র বলে। শ্বসনের যে প্রক্রিয়ায় অ্যাসিটাইল Co-A অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে তাকে ক্রেবস চত্র বলে। এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড বলে একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। তা ছাড়া…