স্থুলতা কাকে বলে? স্থুলতার কারণ কি কি?

admin
1 Min Read

আদর্শ দৈহিক ওজনের ২০% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থুলতা বলে। স্থুলতার ফলে দেহের ওজন স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

স্থুলতার কারণ
ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত ক্যালরি গ্রহণ, কিন্তু পর্যাপ্ত কায়িক পরিশ্রম না করাকে স্থুলতার প্রধান কারণ হিসেবে চিহ্নটি করা হয়ে থাকে। অন্যদিকে, সামাজিক পর্যায়ে সুলভ ও মজাদার খাবার, গাড়ির উপর নির্ভরতা বেড়ে যাওয়া এবং উৎপাদন যন্ত্রের ব্যাপক ব্যবহারকে স্থুলতা বৃদ্ধির কারণ বলে মনে করা হয়।

স্থুলতার কারণে কী কী রোগ হতে পারে?

আদর্শ দেহের ওজনের ২০% বা তার বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থুলতা বলে। স্থাুলতার কারণে করোনারি হৃদরোগটাইপ-২ ডায়াবেটিসক্যান্সারউচ্চ রক্তচাপস্ট্রোকযকৃত ও পিত্তথলির অসুখঅস্টিও-আথ্রাইটিসবন্ধ্যাত্ব ইত্যাদি হতে পারে।

Share this Article
Leave a comment
x