ট্রাবলশুটিং কি? What is Troubleshooting in Bangla?

ট্রাবলশুটিং (Troubleshooting) হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া। এতে সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া থাকে।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। নির্দেশিকার শেষে এক বা দুটি পৃষ্ঠায় কী নিয়ে আলোচনা করা হয়?

ক) অপারেটিং সিস্টেম

খ) ট্রাবলশুটিং

গ) বুলিয়ান অ্যালজেবরা

ঘ) ওয়ার্ড প্রসেসিং

সঠিক উত্তর : খ) ট্রাবলশুটিং

 

২। ট্রাবলশুটিং অংশে কী নিয়ে আলোচনা করা হয়?

ক) কারনেল

খ) অটোক্যাড

গ) সিস্টেম সফটওয়্যার

ঘ) সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান

সঠিক উত্তর : ঘ) সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান

 

৩। মেইনবোর্ডের পাওয়ার না থাকলে কোন সমস্যাটি হবে?

ক) সিস্টেম চালু হবে না

খ) সিস্টেম গরম হয়ে যাবে

গ) কম্পিউটার হ্যাং হবে

ঘ) out of memory দেখাবে

সঠিক উত্তর : ক) সিস্টেম চালু হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *