সমবেগ সম্পন্ন কণার দ্রুতি অসম হতে পারে না কেন?

উত্তরঃ বেগ একটি ভেক্টর রাশি, যার মান ও দিক দুই-ই আছে। তাই বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকলে বলা যায় কণাটি সমবেগসম্পন্ন। দ্রুতি একটি স্কেলার রাশি, যার শুধু মান আছে। ফলে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে দ্রুতির মানও অপরিবর্তিত থাকবে। তাই সমবেগসম্পন্ন কণার দ্রুতি অসম হতে পারে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *