সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হলো:
i. এতে সমদ্রুতি বিদ্যমান।
ii. এতে সমকৌণিক বেগ বিদ্যমান।
iii. এর কৌণিক ত্বরণ শূন্য।
iv. কেন্দ্রমুখী ত্বরণ থাকে।
উত্তরঃ সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হলো:
i. এতে সমদ্রুতি বিদ্যমান।
ii. এতে সমকৌণিক বেগ বিদ্যমান।
iii. এর কৌণিক ত্বরণ শূন্য।
iv. কেন্দ্রমুখী ত্বরণ থাকে।
অ্যাবাকাস সবচেয়ে প্রচীন গণনাযন্ত্র, যার মধ্যে গুটি (Beads) ব্যবহৃত হয়। গুটিগুলাে একটি ফ্রেমের উপর বসানাে তারের মধ্যে লাগানাে থাকে। এখনও পৃথিবীর অনেক জায়গায় অ্যাবাকাস ব্যবহার করা হয়। অ্যাবাকাস কখন কোন দেশে প্রথম চালু হয় তা সঠিকভাবে জানা যায়নি। তবে খ্রীষ্টপূর্ব পাঁচশত অব্দে চিনে অ্যাবাকাসের প্রচলন ছিল বলে অনেকে মনে করেন। প্রাচীন গ্রীসেও এই যন্ত্রের ব্যবহার ছিল।…
রেডিওথেরাপি কি? (What is Radiotherapy in Bengali/Bangla?) রেডিও থেরাপি শব্দটি ইংরেজি Radiation Therapy শব্দটির সংক্ষিপ্ত রূপ। রেডিওথেরাপি হচ্ছে কোনাে রােগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রােগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্স-রে ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এই এক্স-রে ক্যান্সার কোষের ভেতরকার ডিএনএ (DNA) ধ্বংস করে কোষের সংখ্যা বৃদ্ধি…
আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সেমিকন্ডাক্টর (Semiconductor) বা অর্ধপরিবাহী। এটি সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি। কারণ দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত প্রায় সকল ডিভাইসেই সেমিকন্ডাক্টর রয়েছে। প্রত্যাহিক জীবনে এর গুরুত্ব কতটুকু তা আমরা নিশ্চয় জানি। তাই আজ আমরা সেমিকন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কি? (What is semiconductor?) সেমিকন্ডাক্টর বা…
যে সকল হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে তাকে সক্রিয় হাব বলে।
সুষম দ্রুতি : কোন গতিশীল বস্তু সরল বা বক্রপথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর ঐ দ্রুতিকে সুষম দ্রুতি বলে।
একই উচ্চতা থেকে বালির উপর পড়লে শক্ত মেঝের তুলনায় কম আঘাত লাগে। কারণ, কোনাে ব্যক্তি যখন উপর থেকে শক্ত মেঝের উপর পড়ে তখন মেঝে ব্যক্তির উপর একটি প্রতিক্রিয়া বলে বিপরীতমুখী ধাক্কা দেয়। মেঝে যেহেতু শক্ত ও অনড় তাই এই বিপরীতমুখী ধাক্কার পরিমাণ জোরে হয়। তাই আঘাত বেশি লাগে। অন্যদিকে ব্যক্তি যখন, একই উচ্চতা থেকে বালির…