মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় প্রাবল্যের একক ও মাত্রা কি?

মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে এর উপর যে বল প্রযুক্ত হয় তাকে ঐ বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে।
একে Eদ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে m ভরের বস্তুর উপর F বল ক্রিয়া করলে ঐ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হবে, EG = F/m।
এর একক Nkg−1 এবং মাত্রা, [EG] = LT−2। এর সংখ্যাগত মান ও একক অভিকর্ষজ ত্বরণের সমান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *