Similar Posts
বৃত্তের জ্যা ও ব্যাস কি?
বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা। বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস। চিত্রে, AB ও AC বৃত্তটির দুইটি জ্যা এবং বৃত্তটির কেন্দ্র O। এদের মধ্যে AC জ্যাটি ব্যাস; কারণ জ্যাটি বৃত্তটির কেন্দ্রগামী। OA ও OC বৃত্তের দুইটি ব্যাসার্ধ। সুতরাং, বৃত্তের কেন্দ্র প্রত্যেক ব্যাসের মধ্যবিন্দু। অতএব প্রত্যেক ব্যাসের দৈর্ঘ্য 2r, যেখানে r বৃত্তটির ব্যাসার্ধ।
ডাটাবেস প্রোগ্রাম কাকে বলে? ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
যে প্রোগ্রাম ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে সেগুলো সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডাটাবেস প্রোগ্রাম (Database program) বলে। যেমন: মাইক্রোসফট এক্সেস, ওরাকল, এসকিউএল, ফক্সপো ইত্যাদি। ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য Characteristics of Database program) তথ্য সংরক্ষণ এবং শ্রেণিবদ্ধভাবে সাজানো থাকে। নির্ভুলভাবে সংরক্ষণ ও সম্পাদন করা যায়। পরিবর্তন, পরিমার্জন করা যায়। সিদ্ধান্তমূলক তথ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের গবেষণার…
ওপেক কি? ওপেক এর উদ্দেশ্য ও গুরুত্ব। What is OPEC in Bangla?
ওপেক (OPEC) বা Organisation of Petroleum Exporting Countries – এই সংস্থাটি ১৯৬০ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর গঠিত হয়। Iran, Iraq, Kuwait, Saudi Arab ও Benjula – এই পাঁচটি রাষ্ট্রের প্রচেষ্টায় বাগদাদে এই সংস্থাটি গড়ে ওঠে। এরপর ১৯৬১ খ্রিস্টাব্দে Qatar, ১৯৬২ খ্রিস্টাব্দে Indonesia ও Libya, ১৯৬৭ খ্রিস্টাব্দে United Arab Emirates, ১৯৬৯ খ্রিস্টাব্দে Algeria, ১৯৭১ খ্রিস্টাব্দে Nigeria এবং ১৯৭৩…
নিয়মিত প্রতিফলন কাকে বলে?
নিয়মিত প্রতিফলন : সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে।
সমদ্বিবাহু ত্রিভুজ (Isosceles triangle) কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য।
যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। উপরের চিত্রে ABC ত্রিভুজের AB = AC ≠ BC। অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, যাদের কোনোটিই তৃতীয় বাহুর সমান নয়। সুতরাং, ABC ত্রিভুজটি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য (Features of isosceles triangle) সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কোণ দুইটিও পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুইটির ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয়, তাকে…
ক্লিপবোর্ড কি? রিরাইটেবল সিডি (CD-RW) বলতে কি বুঝায়?
ক্লিপবোর্ড র্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে। ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste। যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়। একইভাবে paste কমান্ডের মাধ্যমে ক্লিপবোর্ডের…