পদ পরিবর্তন কি? পদ পরিবর্তন করার নিয়ম কি?

admin
2 Min Read

পদ পরিবর্তন বা পদান্তর বলতে এক পদের শব্দকে অন্যপদের শব্দে রূপান্তর করা বোঝায়। অর্থাৎ কোন একটি পদকে অন্য পদে পরিবর্তন করাকে পদ পরিবর্তন বলে। বাংলা ভাষায় পদ পরিবর্তন বলতে সাধারণত বিশেষ্য পদ থেকে বিশেষণে এবং বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে পরিবর্তিত হওয়াকেই বুঝায়। তবে সর্বনাম থেকে বিশেষ্য, বিশেষ্য থেকে বিশেষ্য এবং বিশেষণ থেকে বিশেষণেও পরিবর্তিত হয়ে থাকে।

পদ পরিবর্তনের সময় বিভিন্ন প্রত্যয়ের সাহায্য নিতে হয়, কখনও তদ্ধিত প্রত্যয় কখনও কৃৎ-প্রত্যয় যোগে পদ পরিবর্তন করা হয়। প্রত্যয় যোগ হলে পদের অভ্যন্তরীণ ভাগে নানা রূপ পরিবর্তন হয়। বিবিধ নিয়মে এক রকম পদকে ভিন্ন রকম পদে পরিবর্তন করা যেতে পারে। যেমন–
ক. বিশেষ্যের বিশেষণে পরিবর্তন : পশ্চিম > পশ্চিমা।

খ. বিশেষণের বিশেষ্যে পরিবর্তন : সরল > সরলতা।
গ. সর্বনামের বিশেষ্যে পরিবর্তন : অহম > অহমিকা।
ঘ. সর্বনামের বিশেষণে পরিবর্তন : তদ > তদীয়।
ঙ. জাতি বাচক বিশেষ্যের গুণবাচক বিশেষ্যে পরিবর্তন : পশু > পশুত্ব।
চ. বিশেষ্য থেকে বিশেষ্যে পরিবর্তন : মন > মানসিকতা।
ছ. বিশেষণ থেকে বিশেষণে পরিবর্তন : প্রিয় > প্রিয়তম। 

পদান্তরের প্রয়োজনীয়তা

পদসমূহের পরিবতির্ত রূপ জানা থাকলে অতি সহজেই বক্তব্য বিষয়কে আপন ইচ্ছানুযায়ী প্রকাশ করা সহজসাধ্য হয়। এর মাধ্যমে উপযুক্ত শব্দ নির্বাচন ও তার সুষ্ঠু প্রয়োগের ফলে রচনা সুললিত ও শ্রুতিমধুর হয়ে ওঠে। লেখ্য ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য পদান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।

Share this Article
Leave a comment
x