কার্বন ডাই-অক্সাইড মোলার আয়তন ব্যাখ্যা কর।
উত্তর : CO2 এর আণবিক ভর = 12 + 16 × 2 = 44। তাই 1 mole CO2 = 44 gm CO2। এই 44 gm CO2 এর আয়তনকে এর মোলার আয়তন বলে। STP-তে এ আয়তন হল 22.4 লিটার।
উত্তর : CO2 এর আণবিক ভর = 12 + 16 × 2 = 44। তাই 1 mole CO2 = 44 gm CO2। এই 44 gm CO2 এর আয়তনকে এর মোলার আয়তন বলে। STP-তে এ আয়তন হল 22.4 লিটার।
মেডুলা হচ্ছে বৃক্কের ভেতরের অংশ। মেডুলা গাঢ় রঙের এবং কিছুটা কালচে রঙের হয়। মেডুলায় সাধারণত ৮-১২টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিড়কা গঠন করে। মেডুলার কাজ মেডুলা বা সুষুম্নাশীর্ষক হৃৎস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে।
পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। যেমন: সোডিয়াম (Na) পরমাণুর নিউক্লিয়াসে ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন আছে। সুতরাং, সোডিয়ামের নিউক্লিয়ন সংখ্যা (১১ + ১২) = ২৩। আণবিক ভর এর কোন একক নেই? আণবিক ভর হচ্ছে একটি অনুপাত সংখ্যা। যার কারণে এর কোন একক নেই। আধুনিক সংজ্ঞা অনুসারে আণবিক ভর হচ্ছে- কোন পদার্থের…
গ্যাসের গড় বেগ কাকে বলে? উত্তরঃ গ্যাসের অণুর বেগ শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে। এদের বেগের গড় মানকে গড় বেগ বলে। সামুদ্রিক ঘূর্ণিঝড় বলতে কী বোঝায়? উত্তরঃ ঘূর্ণিঝড় বা সাইক্লোন হলো এক প্রকার সর্বাধিক ক্ষমতাশালী, ধ্বংসাত্মক ও মরণকারক বায়বীয় ঝড়। গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে যখন প্রচণ্ড গতিসম্পন্ন চারদিক থেকে ধেয়ে আসা…
কোনো তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্য যদি একই হয় অর্থাৎ তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং দিক একই হয় তবে ঐ তড়িৎক্ষেত্রকে সুষম তড়িৎক্ষেত্র বলা হয়। সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলোর পরস্পর সমান্তরাল ও সম ঘনত্ববিশিষ্ট হয়।
সিস্টেম বিশ্লেষণ বলতে একটি সিস্টেম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করাকে বোঝায়। সিস্টেম বিশ্লেষণ করতে হলে প্রথমে সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সিস্টেমের কাজে কোন ধরনের সুবিধা এবং কোন ধরনের অসুবিধা রয়েছে তা খুঁজে বের করতে হবে। সিস্টেমের সুবিধা ও অসুবিধা তদারকি করার পর সমস্যা থাকলে সমাধান করতে হবে। সর্বশেষ সিস্টেমকে আরও আধুনিকায়ন করে তুলতে হবে। এভাবে যেকোনো…
এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল জুড়ে এই মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে তাকে ঐ বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তাত্ত্বিকভাবে একটি বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। সংজ্ঞা : কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল জুড়ে এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ…