ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা, নবম-দশম শ্রেণির রসায়ন

প্রশ্ন-১. সেমিমোলার দ্রবণ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোন দ্রবণে 0.5 mol দ্রব দ্রবীভূত হলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রাকে 0.5M দ্বারা প্রকাশ করা হয়। এর একক  0.5মোল/লিটার।

প্রশ্ন-২. পিপিএম (ppm) একক কি?
উত্তর : পিপিএম (ppm) হলো ঘনমাত্রা পরিমাপের একক।

প্রশ্ন-৩. এক মোল কাকে বলে?
উত্তর : কোন বস্তুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের গ্রাম আণবিক ভর বা এক মোল বলে। যেমন : ৩২ গ্রাম অক্সিজেন = ১ মোল অণু অক্সিজেন।

প্রশ্ন-৪. মোলার আয়তন কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে।

প্রশ্ন-৫. যৌগের আণবিক ভর কাকে বলে?
উত্তর : কোন যৌগিক পদার্থের 1টি অণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে ঐ যৌগের আণবিক ভর বলে।

প্রশ্ন-৬. মৌলের আণবিক ভর কাকে বলে?
উত্তর : কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে ঐ মৌলের আণবিক ভর বলে।

প্রশ্ন-৭. মোল ভগ্নাংশ কি?
উত্তর : কোনো দ্রবণের একটি উপাদানের (দ্রব্যের বা দ্রাবকের) মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সকল উপাদানের (দ্রব্য বা দ্রাবকের) মোট মোল সংখ্যার অনুপাতকে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে।

প্রশ্ন-৮. প্রমাণ দ্রবণ কাকে বলে?
উত্তর : যে দ্রবণের মাত্রা জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে।

প্রশ্ন-৯. মোলার দ্রবণ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে ঐ দ্রবের মোলার দ্রবণ বলে।

প্রশ্ন-১০. শতকরা সংযুতি কি?
উত্তর : কোন যৌগের ১০০ ভাগ ভরে তার উপাদান মৌলসমূহের কোন কোন মৌল কত ভাগ ভরে বিদ্যমান থাকে, তাকে ঐ যৌগের শতকরা সংযুতি বলা হয়।

প্রশ্ন-১১. বাষ্প ঘনত্ব কাকে বলে?
উত্তর : একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাস বা বাষ্পের যে কোন আয়তনের ভর এবং তার সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে।

প্রশ্ন-১২. পানির আণবিক ভর কত?
উত্তর : পানির (H2O) আণবিক ভর 18g।

প্রশ্ন-১৩. মোলারিটি কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলারিটি বলে। একে M দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-১৪. মোলারিটি কীসের উপর নির্ভরশীল?
উত্তর : মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল।

প্রশ্ন-১৫. গ্রাম পারমাণবিক ভর কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সে পরিমাণ মৌলকে গ্রাম পারমাণবিক ভর বলে।

প্রশ্ন-১৬. NTP কি?
উত্তর : সাধারণত 0°C বা 273K তাপমাত্রা ও 1 atm বা 101.325 kPa চাপকে NTP (Normal Temperature and Pressure) বলা হয়।

প্রশ্ন-১৭. ppm কাকে বলে?
উত্তর : কোনো দ্রবণের প্রতি দশ লক্ষ ভাগে (আয়তন বা ওজন) কোনো দ্রবের যতো ওজন দ্রবীভূত থাকে সেই ওজন নির্দেশক সংখ্যাটিকে দ্রবের ppm (Parts Per Million) বলে।

প্রশ্ন-১৮. আণবিক সংকেত কাকে বলে?
উত্তর : কোনো যৌগে অবস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্তরূপে প্রকাশকে যৌগটির আণবিক সংকেত বলে।
প্রশ্ন-১৯. অ্যাভোগাড্রোর সূত্র বিবৃতি কর।
উত্তর : স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে।

প্রশ্ন-২০. অ্যাভোগেড্রো প্রকল্প অনুযায়ী অণুর সংজ্ঞা কি?
উত্তর : অণু শব্দের অর্থ ক্ষুদ্র। অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ঐ পদার্থের ধর্মাবলি অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে।

প্রশ্ন-২১. যৌগের সংযুতি বলতে কি বোঝায়?
উত্তর : কোন যৌগের সংযুতি বলতে ঐ যৌগে বিদ্যমান মৌলসমূহ শতকরায় কি অনুপাতে আছে তা বোঝায়।

স্টেরিও রসায়ন কাকে বলে?
উত্তর : রসায়নের যে শাখায় বিক্রিয়াকৃত বিক্রিয়ক এবং উৎপাদকের পরিমাণের হিসাব করা হয় তাকে স্টেরিও রসায়ন বলে।
অ্যাভোগেড্রোর সূত্রের অনুসিদ্ধান্তসমূহ লেখ।
উত্তর : নিচে অ্যাভোগেড্রোর সূত্রের অনুসিদ্ধান্তসমূহ উল্লেখ করা হলো–
১. নিস্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক অর্থাৎ তাদের অণুতে দুটি করে পরমাণু বিদ্যমান।
২. যে কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ।
৩. একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসেরই মোলার আয়তন সমান এবং প্রমাণ চাপ ও তাপমাত্রায় তা 22.4 litre.

প্রশ্ন-২২. বার্জেলিয়াসের পরমাণু বিষয়ক প্রস্তাবটি কি?
উত্তর : বার্জেলিয়াসের পরমাণু বিষয়ক প্রস্তাবটি হচ্ছে– ‘একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে’।

প্রশ্ন-২৩. অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16 এর অর্থ কি?
উত্তর : অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16 বলতে বুঝায় যে, একই তাপমাত্রা ও চাপে যে কোন আয়তনের অক্সিজেনের ভর সমআয়তন হাইড্রোজেনের ভরের 16 গুণ।

প্রশ্ন-২৪. রসায়নে মোল ধারণার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর : মোল ধারণার মাধ্যমে কোন গ্যাসের পরিমাণ, ঘনত্ব, আণবিক ভর ইত্যাদি জানা যায়। তাই বলা যায় মোল ধারণা রসায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন-২৫. নাইট্রোজেনের আণবিক ভর 28 এর অর্থ কি?
উত্তর : নাইট্রোজেনের আণবিক ভর 28 বলতে বুঝায় যে, নাইট্রোজেনের একটি অণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের চেয়ে 28 গুণ ভারী।

প্রশ্ন-২৬. প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কী বুঝায়?
উত্তর : প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে বুঝায়, যে তাপমাত্রা ও চাপকে প্রমাণ ধরে সকল পরীক্ষা করা হয়। প্রমাণ তাপমাত্রা হলো 0°C এবং প্রমাণ চাপ হলো 1atm।

প্রশ্ন-২৯. কার্বন ডাই-অক্সাইড মোলার আয়তন ব্যাখ্যা কর।
উত্তর : CO2 এর আণবিক ভর = 12 + 16 × 2 = 44। তাই 1 mole CO2 = 44 gm CO2। এই 44 gm CO2 এর আয়তনকে এর মোলার আয়তন বলে। STP-তে এ আয়তন হল 22.4 লিটার।
প্রশ্ন-৩০. 0.01 M HCl দ্রবণের ppm এককে ঘনমাত্রা কত?
উত্তর : 0.01 M HCl দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ :

HCl এর আণবিক ভর = 1 + 35.5 = 36.5
দ্রবণে HCl এর ঘনমাত্রা = 0.01M
∴ 1 লিটার HCl এ আছে = 0.01 mol
= (0.01 × 36.5)g
= (0.01 × 36.5 × 1000) mg
= 365mg
যেহেতু, 1 ppm = 1 mg/L
∴ ঐ দ্রবণে HCl এর পরিমাণ 365 ppm.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *