আখিরাতে বিশ্বাস মানুষকে ভালাে কাজে উৎসাহিত করে কীভাবে?
জবাবদিহিতার ভয় ও পুরস্কারের প্রত্যাশা সৃষ্টি করে আখিরাতে বিশ্বাস মানুষকে ভালাে কাজে উৎসাহিত করে।
আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজে উৎসাহ জোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ভালাে কাজ করলে এর প্রতিদানস্বরূপ সে জান্নাত লাভ করবে। ফলে সে ভালাে কাজে উৎসাহী হয়।