ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স (Simplex) মোড বলে। এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে। উদাহরণ– PABX সিস্টেম, রেডিও, টিভি ইত্যাদি।

সিমপ্লেক্স এর বৈশিষ্ট্য

  •  সিমপ্লেক্স পদ্ধতিতে এক প্রান্ত কেবল ডেটা প্রেরণ করে এবং অপর প্রান্ত কেবল ডেটা গ্রহণ করে।
  •  এ পদ্ধতিতে ডেটার কেবলমাত্র একমুখী প্রবাহ সম্ভব।
  •  এ পদ্ধতি কতিপয় বিশেষায়িত ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  •  টেলিভিশ, রেডিও, পিএবিএক্স, কীবোর্ড ইত্যাদি সিমপ্লেক্স।
5/5 - (13 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.