আখিরাতে বিশ্বাস মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে— বুঝিয়ে লেখ।
জবাবদিহিতার ভয় সৃষ্টি করে আখিরাতে বিশ্বাস মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে।
মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এখানে মানুষকে প্রতিটি কাজের জবাব দিতে হবে। আখিরাতে দুনিয়ার আমল অনুযায়ী পুণ্যবানকে জান্নাতে প্রবেশ করানাে হবে এবং পাপীদের পাঠানাে হবে চিরস্থায়ী জাহান্নামে। জান্নাত হলাে চিরশান্তির স্থান। আর জাহান্নাম অনেক কষ্টের স্থান। দুনিয়ার জীবনে পাপী, অবাধ্য ও মন্দ লােকদের পরকালে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। মানুষ আখিরাতে নিয়ামত প্রাপ্তির আশায় এবং জাহান্নামের শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে দূরে থাকে এবং ভালাে কাজ করতে উৎসাহী হয়।