টার্মিনাল কি? টার্মিনালের প্রকারভেদ – What is Terminal?

টার্মিনাল হচ্ছে একটি ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে ডেটা প্রবেশ করানো যায় এবং কম্পিউটার হতে ডেটা প্রদর্শন করা যায়। সাধারণভাবে কীবোর্ড এবং ডিসপ্লে স্ক্রিনের সমন্বয়ে টার্মিনাল গঠিত। মেইনফ্রেম কম্পিউটারের সাথে টার্মিনাল যুক্ত করে অনেক লোক একসাথে কাজ করতে পারে।

টার্মিনালের প্রকারভেদ
প্রসেসিং করার ক্ষমতার উপর ভিত্তি করে টার্মিনালকে তিনটি শ্রেনীতে ভাগ করা যায়। যথা–
১। ইনটেলিজেন্ট টার্মিনাল (Intelligent Terminal)
২। স্মার্ট টার্মিনাল (Smart Terminal)
৩। ডাম্প টার্মিনাল (Dump Terminal)


ইনটেলিজেন্ট টার্মিনাল (Intelligent Terminal)

এ টার্মিনাল (কীবোর্ড এবং মনিটর) এর প্রসেসিং ক্ষমতা আছে। এতে মেমোরি এবং প্রসেসর যুক্ত থাকে। নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এ টার্মিনাল ইনপুট গ্রহণ, প্রসেস এবং আউটপুট প্রদান করতে পারে। যেমন- দূরবর্তী কোন সার্ভারের সাথে যুক্ত মাইক্রোকম্পিউটার।

 

স্মার্ট টার্মিনাল (Smart Terminal)
এ টার্মিনালের সীমিত প্রসেসিং ক্ষমতা আছে, কিন্তু ইনটেলিজেন্ট টার্মিনালের মতো বেশি নয়। এ টার্মিনাল ইনপুট গ্রহণ ও প্রদান এবং আউটপুট প্রদান ছাড়াও সীমিত পরিসরে প্রসেস করতে পারে। যেমন- এটিএম বুথ এবং POS সিস্টেম।

ডাম্প টার্মিনাল (Dump Terminal)
এ টার্মিনালের প্রসেসিং ক্ষমতা নেই। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় কম্পিউটারের উপর নির্ভরশীল।

 

এখানে যা শিখলাম–

টার্মিনাল (Terminal) কি?; টার্মিনাল কত প্রকার ও কি কি?; ইনটেলিজেন্ট টার্মিনাল কি?; স্মার্ট টার্মিনাল কি?; ডাম্প টার্মিনাল কি?; টার্মিনালের কাজ কি?;

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *