বিচ্ছিন্ন চলক কাকে বলে? কেন্দ্রিয় প্রবণতা বলতে কি বুঝ?
যে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হতে পারে, তাকে বিচ্ছিন্ন চলক (Discontinuous variable) বলে। যেমন, পরীক্ষার নম্বর, জনসংখ্যা ইত্যাদি।
কেন্দ্রিয় প্রবণতা বলতে কি বুঝ?
অবিন্যস্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনাে মানের কাছাকাছি পূঞ্জীভূত হয়। বস্তুত উপাত্তসমূহের মাঝামাঝি বা কেন্দ্রিয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রিয় প্রবণতা বলে। সাধারণত কেন্দ্রিয় প্রবণতার পরিমাপ হলাে: ১. গাণিতিক গড়, ২. মধ্যক এবং ৩. প্রচুর।