জয়স্টিক কি? What is a Joystick?
- মাউস হলো একাধিক বাটন বিশিষ্ট ইনপুট ডিভাইস।
- মাউস হতে কম্পিউটারে নির্দেশ পাঠানোর জন্য মাউসের বাটন ব্যবহার করা হয়।
- মাউস তিন ধরনের। ১. এক বাটন বিশিষ্ট মাউস, ২. দুই বাটন বিশিষ্ট মাউস, ৩. তিন বাটন বিশিষ্ট মাউস।
- সাধারন মাউস একটি ট্র্যাকবলের ওপর স্থাপন করা থাকে।
- জয়স্টিক হলো একটি হাতলযুক্ত ইনপুট ডিভাইস।
- জয়স্টিকের হাতল নিয়ন্ত্রণের মাধ্যমে কম্পিউটারে নির্দেশ পাঠানো হয়।
- জয়স্টিক দু’ধরনের। যথা – (ক) অ্যানালগ, (খ) ডিজিটাল।
- জয়স্টিক গোলক আকৃতির বলের উপর স্থাপন করা থাকে।