ডিভিডি (DVD) কি? সিডি রমের বৈশিষ্ট্য কি কি?
ডিভিডি (DVD) হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disc) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc)। এটি এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট।
১৯৯৬ সালের শেষের দিকে বাজারে এসেছে সম্পূর্ন নতুন ধরনের সিডি, যার নাম দেওয়া হয়েছে ডিভিডি বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc)। একে এখন বেশিরভাগ ক্ষেত্রে চলচ্চিত্র দেখার কাজে লাগানো হচ্ছে বলে কখনো কখনো ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয়। ডিভিডিতে তথ্য ধারণক্ষমতা সিডি এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি। ডিভিডি এর ধারণক্ষমতা ৪ থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত। শব্দ, ছবি এবং কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ডিভিডি হলো এক বৈপ্লবিক অগ্রগতি। সিডি এবং ডিভিডি ডিস্ক দুইটি সমান। ১.২ মিলিমিটার পুরু হলেও সিডিতে তথ্য ধারণের জন্য রয়েছে একটিমাত্র ভিত্তিস্তর অথচ ডিভিডিতে রয়েছে ০.৬ মিলিমিটার পুরু দুটি ভিত্তিস্তর। ডিভিডি থেকে তথ্য পড়ার জন্য কম্পিউটারের সাথে ডিভিডি ড্রাইভ থাকতে হয়।
সিডি রমের বৈশিষ্ট্য কি কি?
সিডি রম (CD-ROM)- এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সহজে বহনযোগ্য, দামে সস্তা, বহুল প্রচলিত এবং এর ধারণক্ষমতা অনেক বেশি। নিচে সিডি রমের অন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো—
- এটি সহজেই পাওয়া যায়।
- সহজে যেখানে সেখানে নেওয়া যায়।
- সংরক্ষণের স্থায়িত্ব।
- দাম কম।
- অনেক পরিমাণে ডেটা রাখা যায়, যেমন– ৬৫০ মেগাবাইট।
- প্রায় ৭৪ মিনিটের মাল্টিমিডিয়া ফাইল রাখা যায়।
- যখন তখন তথ্য মুছে আবার লেখা যায়।
- এতে সংরক্ষিত ডেটা নিরাপদে থাকে।