প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি কি? What is Natural gas?

প্রাকৃতিক গ্যাস কি? (What is Natural gas in Bengali/Bangla?)

প্রাকৃতিক গ্যাস হলো এক ধরনের জৈব জ্বালানি যার প্রধান উপাদান মিথেন (80%)। এছাড়াও প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন (7%), প্রোপেন (6%), বিউটেন ও আইসো বিউটেন (4%), পেন্টেন (3%) কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসের 99.99% মিথেন।

 

প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ (Types of Natural gas)

প্রাকৃতিক গ্যাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমনঃ

  • শুষ্ক প্রাকৃতিক গ্যাসঃ যেসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম তেল থাকে না তা থেকে প্রাপ্ত গ্যাসকে শুষ্ক প্রাকৃতিক গ্যাস বলে।
  • আর্দ্র প্রাকৃতিক গ্যাসঃ তেলকুপে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসকে আর্দ্র প্রাকৃতিক গ্যাস বলে।

 

 

প্রাকৃতিক গ্যাসের ব্যবহার (Use of Natural gas)

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগ ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। ব্যবহারের দিক হতে এর পরই হল শিল্প-কারখানা, গৃহস্থালী ও সিনজি (জ্বালানি) হিসেবে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহার করা হয়।

প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য ব্যবহার নিম্নরূপ :

১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4)। মিথেনের দহনে কার্বন ডাই-অক্সাইড, পানি ও প্রচুর তাপ তৈরি হয়। এছাড়া এটি সহজেই পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা যায় এবং দহনে ধোঁয়া তৈরি করে না বলে গৃহস্থালি জ্বালানিরূপে এটি ব্যপকভাবে ব্যবহৃত হয়।

২. তাপশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।

৩. বিভিন্ন শিল্প কারখানায় যেমন সিমেন্ট, পেপার, গ্লাস, সিরামিক কারখানায় জ্বালানিরূপে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।

৪. উচ্চ দহনশক্তি এবং নিম্ন নকিং এর জন্য এটি যানবাহনে CNG (Compressed Natural Gas) রূপে ব্যবহার করা হয়।

৫. বিভিন্ন পেট্রোলক্যামিক্যাল তৈরিতে এটি ব্যবহৃত হয়।

৬. ইউরিয়া উৎপাদনে CO2 ও H2 যোগান দেওয়ার জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *