শ্বসন পথ কাকে বলে? অ্যালভিওলাস কি?
শ্বসন পথ কাকে বলে?
উত্তরঃ যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ (Respiratory passage) বলে। সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু।
অ্যালভিওলাস কি?
উত্তরঃ অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস ০.২ মি.মি. এবং প্রাচীর মাত্র ০.১ মাইক্রণ পুরু। এদের প্রাচীরে কৈশিকনালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীর কিছু স্থিতিস্থাপক কোলাজেন সূত্রক থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কুচন-প্রসারণ ঘটে।