Modal Ad Example
পড়াশোনা

অধ্যায়-১ : স্রষ্টা ও সৃষ্টি, ষষ্ঠ শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

1 min read

প্রশ্ন-১. বড় সুন্দর ও বিচিত্র কোনটি?

উত্তর : পৃথিবী।

প্রশ্ন-২. পৃথিবীর উপরে কী রয়েছে?

উত্তর : সুনীল আকাশ।

প্রশ্ন-৩. পৃথিবীর শ্রেষ্ঠ জীব কী?

উত্তর : মানুষ।

প্রশ্ন-৪. হিন্দুধর্মানুসারে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে কী নামে অভিহিত করা হয়?

উত্তর : ঈশ্বর।

প্রশ্ন-৫. নিখিল ভুবনের সৃষ্টিকর্তা কে?

উত্তর : ঈশ্বর।

প্রশ্ন-৬. আত্মার কী নেই?

উত্তর : আত্মার মৃত্যু নেই।

 

 

প্রশ্ন-৭. ঈশ্বর কোথায় অবস্থান করেন?

উত্তর : আত্মারূপে জীবদেহে অবস্থান করেন।

প্রশ্ন-৮. স্রষ্টার অপর নাম কী?

উত্তর : ঈশ্বর।

প্রশ্ন-৯. মানুষ, মহাবিশ্ব এবং মহাবিশ্বের সর্বকিছু কে সৃষ্টি করেছেন?

উত্তর : ঈশ্বর।

প্রশ্ন-১০. অসীম ক্ষমতার অধিকারী কে?

উত্তর : ঈশ্বর।

প্রশ্ন-১১. অমরত্ব কথার অর্থ কী?

উত্তর : মৃত্যুকে জয় করা।

প্রশ্ন-১২. ‘স্বেচ্ছারূপং’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘স্বেচ্ছারপং’ শব্দের অর্থ হলো- স্বেচ্ছারপধারী, অর্থাৎ স্বয়ং ঈশ্বর।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x