কোবাল্ট, ক্রোমিয়াম, টাংস্টেন এবং মরিচাবিহীন ইস্পাত কাকে বলে?

কোবাল্ট ইস্পাত : আয়রন (Fe)-এর সাথে কোবাল্ট (Co) ও কার্বন (C) মিশ্রিত হয়ে যে সংকর ধাতু তৈরি করে তাকে কোবাল্ট ইস্পাত বলে।

ক্রোমিয়াম ইস্পাত : আয়রন (Fe)-এর সাথে ক্রোমিয়াম (Cr) ও কার্বন (C) মিশ্রিত হয়ে যে সংকর ধাতু তৈরি করে তাকে ক্রোমিয়াম ইস্পাত বলে।

টাংস্টেন ইস্পাত : আয়রন (Fe)-এর সাথে টাংস্টেন (W) ও কার্বন (C) মিশ্রিত হয়ে যে সংকর ধাতু তৈরি করে তাকে টাংস্টেন ইস্পাত বলে।

মরিচাবিহীন ইস্পাত : আয়রন (Fe)-এর সাথে ক্রোমিয়াম(Cr) ও নিকেল (Ni) মিশ্রিত করলে যে সংকর ধাতু তৈরি হয় তাকে মরিচাবিহীন ইস্পাত বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *