Modal Ad Example
পড়াশোনা

ডিজিটাল লজিক (Digital logic) প্রশ্ন ও উত্তর

1 min read
প্রশ্ন-১. লজিক গেট কাকে বলে?
উত্তর : যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটিমাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে।

প্রশ্ন-২. ডি-মরগ্যানের উপপাদ্য কী?
উত্তর : বুলিয়ান এ্যালজেবরাকে বিশ্লেষণ করে তৈরি সূত্র যা যুক্তি বর্তনী সরলীকরণে ব্যবহৃত হয়।

প্রশ্ন-৩. মৌলিক গেইট কী?
উত্তর : কম্পিউটার অথবা যেকোন ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত এ্যান্ড, অর এবং নট গেইট তিনটি হলাে মৌলিক গেইট।

প্রশ্ন-৪. বুলিয়ান এলজেবরার প্রবর্তক কে?
উত্তর : বুলিয়ান এলজেবরার প্রবর্তক হলেন জর্জ বুলি, ১৮৪৭ সালে প্রবর্তন করেন।

প্রশ্ন-৫. মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন কয়টি ও কী কী?
উত্তর : ৩টি। যথা- ১. অর (OR) অপারেশন, ২. অ্যান্ড (AND) অপারেশন ও ৩. নট (NOT) অপারেশন।

প্রশ্ন-৬. সার্বজনীন গেইট কয়টি ও কি কি?
উত্তর : সার্বজনীন গেইট ২টি। যথাঃ NAND, NOR।

প্রশ্ন-৭. অ্যান্ড (AND) গেইট কী?
উত্তর : অ্যান্ড গেইটের সকল ইনপুট ১ হলেই কেবলমাত্র আউটপুট ১ হবে অন্যথায় আউটপুট ০ হবে।

প্রশ্ন-৮. NAND gate এর সবগুলো ইনপুট সমান হলে সেটি কোন gate হিসেবে কাজ করে?
উত্তর : NOT gate হিসেবে কাজ করে।

প্রশ্ন-৯. হাফ-অ্যাডার কাকে বলে?
উত্তর : দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে।

প্রশ্ন-১০. অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার এর প্রধান প্রকারভেদ দুটি লেখ।

উত্তর : অ্যাসিনক্রোনাস এর প্রধান দুটি প্রকারভেদ হলো– রিপল আপ কাউন্টার ২. রিপল ডাউন কাউন্টার।

প্রশ্ন-১১. অর (OR) গেইট কী?
উত্তর : অর গেইটের যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে।

প্রশ্ন-১২. ন্যান্ড ল্যাচ কী?
উত্তর : দুটি ন্যান্ড (NAND) গেইটকে ক্রস কাপলড্ (Cross Coupled) করে ন্যান্ড ল্যাচ (SR ফ্লিপ-ফ্লপ) তৈরি করা হয়।

প্রশ্ন-১৩. নট গেইট কী?
উত্তর : নট গেইটের ইনপুট ১ হলে আউটপুট ০ এবং ০ হলে আউটপুট ১ হয়। 

প্রশ্ন-১৪. বুলিয়ান এ্যালজেবরা বলতে কী বুঝ?
উত্তর : চলকের দুটি মান লজিকের সত্য ও মিথ্যা। এই দুই স্তরের উপর ভিত্তি করে রচিত এ এ্যালজেবরা যুক্তি বর্তনী সরলীকরণের জন্য ব্যবহৃত হয়। ১৮৪৭ সালে জর্জ বুল এই এ্যালজেবরা প্রস্তাব করেন।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ডি-মরগ্যানের সূত্র দুইটি কী নামে পরিচিত–
(ক) De Morgans Formula
(খ) De Morgans Defination
(গ) De Morgans Theoarem
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর : (গ) De Morgans Theoarem

২. বুলিয় বীজগণিতে চলকের দু’টি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটিকে অপরটির–
(ক) পূরক (Complement) বলা হয়
(খ) De Morgans Defination বলা হয়
(গ) De Morgans Theoarem বলা হয়
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর : (ক) পূরক (Complement) বলা হয়

৩. মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন কয়টি?
(ক) ২টি    (খ) ৩টি
(গ) ৪টি    (ঘ) ৫টি
সঠিক উত্তর : (খ) ৩টি

৪. দু’টি বিটের অবস্থা তুলনা করার জন্য কোন গেইট ব্যবহার করা হয়?
(ক) এক্স-নর (X-NOR)
(খ) নর (NOR)
(গ) এক্স-অর (X-OR)
(ঘ) অর (OR)
সঠিক উত্তর : (গ) এক্স-অর (X-OR)

5/5 - (15 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x