স্ক্লেরেনকাইমা টিস্যু হলো এক প্রকারের টিস্যু, যার কোষগুলো শক্ত, অনেক লম্বা ও পুরু প্রাচীর বিশিষ্ট। এটি প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে মৃতকোষে পরিণত হয়। এর কোষগুলো দু’ধরনের।
যথা: i) ফাইবার বা তন্তু, ii) স্ক্লেরাইড।
i. ফাইবার বা তন্তু : এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীর যুক্ত এবং দুই প্রান্ত সরু। অবস্থান ও গঠনের ভিত্তিতে এদের নাম বিভিন্ন ধরণের হয়, যথা : বাস্টফাইবার, সার্ফেসফাইবার, জাইলেম তন্তু।
ii. স্ক্লেরাইড : এদেরকে স্টোন সেলও বলা হয়। এরা খাটো, সমব্যাসীয়, কখনও লম্বাটে আবার কখনও তারকাকার হয়৷ এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত। কোষপ্রাচীর কূপযুক্ত হয়।