স্ক্লেরেনকাইমা টিস্যু কি? স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন
i. ফাইবার বা তন্তু : এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীর যুক্ত এবং দুই প্রান্ত সরু। অবস্থান ও গঠনের ভিত্তিতে এদের নাম বিভিন্ন ধরণের হয়, যথা : বাস্টফাইবার, সার্ফেসফাইবার, জাইলেম তন্তু।
ii. স্ক্লেরাইড : এদেরকে স্টোন সেলও বলা হয়। এরা খাটো, সমব্যাসীয়, কখনও লম্বাটে আবার কখনও তারকাকার হয়৷ এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত। কোষপ্রাচীর কূপযুক্ত হয়।