সুষম বেগ কাকে বলে? সুষম বেগের উদাহরণ

যদি গতিশীল কোন বস্তুর বেগের মান ও দিক সময়ের পরিবর্তনের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে।
উদাহরণ : শব্দ কোন নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে 332m, দ্বিতীয় সেকেন্ডে 332m এবং একইভাবে প্রতি সেকেন্ডে 332m দূরত্ব অতিক্রম করে চলতে থাকে। বায়ু মাধ্যমে শব্দের বেগের মান ও দিক একই থাকায় শব্দের বেগ 332ms-1 হলো সুষম বেগের একটি প্রকৃত উদাহরণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *