অক্সাইড কি? কয়েকটি অক্সাইডের নাম। What is Oxide?

অক্সাইড (Oxide) হচ্ছে এক ধরনের যৌগ, যা সাধারণত অক্সিজেন ও অন্য কোনো মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠিত হয়। অক্সাইড চার ধরনের হয়ে থাকে।

যেমন, (১) ক্ষারকীয় অক্সাইড, (২) অম্লীয় অক্সাইড, (৩) উভধর্মী অক্সাইড এবং (৪) নিরপেক্ষ অক্সাইড। ধাতুর অক্সাইডগুলো সাধারণত ক্ষারকীয়, কিছু কিছু উভধর্মী, কয়েকটি অম্লীয়। অপরদিকে অধাতুর অক্সাইডগুলো অম্লীয় অথবা নিরপেক্ষ হয়।

 

কয়েকটি অক্সাইডের নাম
১. নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2)

২. সোডিয়াম অক্সাইড (Na2O)

৩. পটাসিয়াম অক্সাইড (K2O)
৪. ফসফরাস পেন্টাঅক্সাইড (P₄O₁₀)
৫. ক্যালসিয়াম অক্সাইড (CaO)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *