কস্টিক সোডা কি? কস্টিক সোডার ব্যবহার
কস্টিক সোডা হল সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)। এটি একটি অজৈব যৌগ। এটি সাদা কঠিন পদার্থ। বাজারে এটি পেলেট, ফ্লেইক, দানাদার এবং বিভিন্ন ঘনমাত্রার তরল দ্রবণ আকারে পাওয়া যায়।
কস্টিক সোডার ব্যবহার
- সাবান ও কাগজ, কৃত্রিম রেশম ও সোডিয়াম ধাতু উৎপাদনে কস্টিক সোডা ব্যবহার করা হয়।
- পেট্রোলিয়াম পরিষ্কারক ও রাবার পুনরুদ্ধারে ব্যবহৃত হয়।
- ল্যাবরেটরিতে বিকারক হিসেবে ব্যবহৃত হয়।
- যন্ত্রপাতি, ধাতব শিট প্রভৃতির পরিষ্কারকরণের কাজে ব্যবহৃত হয়।
- অ্যালুমিনিয়ামের আকরিক বিশোধন করতে ও বারবার তৈরিতে কস্টিক সোডা ব্যবহৃত হয়।
- কাগজ শিল্পে ব্যবহৃত হয়।