পড়াশোনা
1 min read

ইমেজ (Image) ও কম্পিউটার গ্রাফিক্স (Graphics) কি বুঝায়?

ইমেজ (Image) : ইমেজের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতিচ্ছবি বা প্রতিকৃতি। স্ক্যানার, ক্যামেরা বা অন্য কোনো উপায়ে তৈরি স্টিল চিত্রকে কম্পিউটারে সাধারণত বলা হয় স্টিল ফটোগ্রাফি বা ইমেজ।
কম্পিউটার গ্রাফিক্স : কম্পিউটার উপস্থাপন যোগ্য টেক্সট এবং সাউন্ড বাদে সকল প্রকার ফটোগ্রাফস, ড্রয়িং ইত্যাদিকে গ্রাফিক্স বলা হয়। উপযুক্ত সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের সহায়তায় অঙ্কিত বিভিন্ন ধরনের চিত্র, ছবি, লেখ-চিত্র, কার্টুন ইত্যাদিকে কম্পিউটার গ্রাফিক্স বলা হয়।

গ্রাফিক্সের কাজের জন্য ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়্যার হচ্ছে:
ক. এডোবি ফটোশপ (Adobe Photoshop)
খ. এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)
গ. কোয়ার্ক এক্সপ্রেস (Quark Xpress)

Rate this post