ট্রান্সফরমার (Transformer) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ট্রান্সফরমার কি?
উত্তর :
 ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুতের নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে এবং উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করতে পারে।

প্রশ্ন-২. ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়। যথা– ১. আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার (Step up Transformer) এবং ২. অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down Transformer)।

প্রশ্ন-৩. স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে?
উত্তর :
 যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। এই ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা কম থাকে।

 
প্রশ্ন-৪. উচ্চধাপী ট্রান্সফরমার কাকে বলে?
উত্তর :
 যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফরমার বলে।
 
প্রশ্ন-৫. ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
উত্তর : ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

প্রশ্ন-৬. ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
উত্তর :
 ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

প্রশ্ন-৭. ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উয়াইন্ডিং কাকে বলে?

উত্তর : ট্রান্সফরমারের যে সাইডে সাপ্লাই বা সোর্স যুক্ত করা হয় তাকে প্রাইমারি উয়াইন্ডিং বলা হয়। আর ট্রান্সফরমারের যে সাইডে আউটপুট বা লোড সংযুক্ত করা হয় তাকে সেকেন্ডারি উয়াইন্ডিং বলা হয়।

প্রশ্ন-৮. ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার।

  •  রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
  • অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
প্রশ্ন-৯. ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কে দুই ভাগে ভাগ করা যায়।

  •  সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
  • পলি ফেজ ট্রান্সফরমার।
প্রশ্ন-১০. স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়–

  •  ইনডোর টাইপ ট্রান্সফরমার
  • আউটডোর টাইপ ট্রান্সফরমার
  • আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার
  • পোল মাউন্টেড ট্রান্সফরমার।

 

প্রশ্ন-১১. ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কয়েক প্রকারের হয়। যেমন-

  •  পাওয়ার ট্রান্সফরমার
  • ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
  • অটো ট্রান্সফরমার
  • ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার।
ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার। যথা:

  •  কারেন্ট ট্রান্সফরমার
  • পটেনশিয়াল ট্রান্সফরমার।
প্রশ্ন-১২. ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? (What are the uses of transformer?)
উত্তর :

  •  ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে;
  • রেডিও (Radio), টেলিভিশন (Television), টেপ-রেকর্ডার (Taprecoder), ভিসিয়ার (VCR) ইত্যাদি জায়গায়;
  • বৈদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে;
  • টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা হয়।

 

প্রশ্ন-১৩. কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
উত্তর :
 কার্যপ্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার। যথাঃ ১. স্টেপ আপ ট্রান্সফরমার; ২. স্টেপ ডাউন ট্রান্সফরমার।

প্রশ্ন-১৪. ট্রান্সফরমার কিভাবে কাজ করে?
উত্তর :
 তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কাজ করে। ট্রান্সফরমারে কাঁচা লোহার কতগুলো পাতে অন্তরিত তার পেচানো হয় যাকে বলে মজ্জা বা কোর। কোরের এক প্রান্ত মূখ্য কুণ্ডলী এবং অন্য প্রান্ত গৌণ কুণ্ডলী। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ প্রয়োগ করা হলে এতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্স কোরের মধ্যে দিয়ে গৌণ কুণ্ডলীতে যায়। ফলে গৌণ কুণ্ডলীতে কাঙ্ক্ষিত ভোল্টেজ পাওয়া যায়।

প্রশ্ন-১৫. রাস্তার ধারে বৈদ্যুতিক পোলে কিরূপ ট্রান্সফরমার লাগানো থাকে এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর :
 রাস্তার ধারে বৈদ্যুতিক পোলে নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার লাগানো থাকে। কারণ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করে বিদ্যুতের লাইনে সরবরাহ করা হয়। এবং এ বিদ্যুৎ উচ্চ বিভব এবং নিম্ন প্রবাহমাত্রা সম্পন্ন। কিন্তু বাসা বাড়িতে এ উচ্চ বিভবের ও নিম্ন প্রবাহমাত্রার বিদ্যুৎ ব্যবহার করা যায় না। এজন্য রাস্তার ধারে বৈদ্যুতিক পোলে নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করে বিভব কমানো এবং প্রবাহ মাত্রা বাড়ানো হয় যাতে বিদ্যুৎ সহজেই বাসা বাড়িতে ব্যবহার করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *