ওয়ারলেস (Wireless) ডিজিটাল ডিভাইস ও ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রটোকলের (Wireless Application Protocol-WAP) সাহায্যে সরাসরি ইন্টারনেটে প্রবেশ করে ই-বিজনেস করাকে মোবাইল কমার্স বা এম-কমার্স বলে।
এম-কমার্স মোবাইল ফোন বা সেলফোনের মাধ্যমে ওয়ারলেস নেটওয়ার্কে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইস যেমন – Palmtop দ্বারা ওয়েব এক্সেস করে। একবার সংযুক্ত হয়ে গেলে M-commerce এর মাধ্যমে নানা রকমের লেনদেন যেমন- স্টক মার্কেট, ব্যাংকিং, ট্রাভেল রিজার্ভেশন ও অন্যান্য কার্যাদি সম্পাদন করা যায়। M-commerce সবচেয়ে বেশি জনপ্রিয় জাপান ও ইউরোপে। তবে ধারণা করা হয় আমেরিকায় পরবর্তী পাঁচবছরে এম-কমার্স ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।