Modal Ad Example
পড়াশোনা

অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি?

1 min read

যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের ওপর নির্ভর করে না তাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি (Non Positional Number System) বলে।

এটি একটি প্রাচীন পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতীক হিসেবে হাতিয়ার, পশুপাখি, জীবজন্তুর ছবি এমনকি গাছ বা ফুল দিয়ে নির্দিষ্ট সংখ্যামান প্রকাশ করা হতো। Hieroglyphics সংখ্যা পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ।

 

সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি?

সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। যথা–
ক) নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি।
খ) পজিশনাল সংখ্যা পদ্ধতি।

  • নন-পজিশনাল : যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহৃ বা অঙ্কসমূহের কোনাে স্থানিক মান নেই অর্থাৎ পজিশন থাকে না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন– হায়ারােগ্লিফিক্স, রােমান, মেয়্যান ও ট্যালি সংখ্যা ইত্যাদি।
  • পজিশনাল সংখ্যা : যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং উহার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়।
1/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x