আলফা নিউমেরিক কোড বলতে কী বোঝায়?

আলফা নিউমেরিক কোড বলতে কম্পিউটারের কিবোর্ড এর সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, 0-9 পর্যন্ত অঙ্কসহ সকল বাটনের অন্তর্গত ডেটাকে বোঝায়।

অক্ষর যেমনঃ a – z, A – Z গাণিতিক চিহ্ন যেমনঃ + – × ÷ = ইত্যাদি বিশেষ অর্থবোধক চিহ্ন যেমন- @#$%;/ ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। কতকগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হলো: আসকি (ASCII) কোড, ইবিসিডিক (EBCDIC) কোড, ইউনিকোড (Unicode) ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *