Modal Ad Example
পড়াশোনা

সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে? দশমিক ও বাইনারি সংখ্যা পদ্ধতির পার্থক্য লিখ।

1 min read

কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ঐ সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন- দশমিক সংখ্যা পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এই দশটি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০।

 

দশমিক ও বাইনারি সংখ্যা পদ্ধতির পার্থক্য লিখ।

দশমিক সংখ্যা পদ্ধতি

  • যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত দশটি অংক ব্যবহার করা হয়, সেই পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
  • যেহেতু এই পদ্ধতিতে মোট ১০টি মৌলিক অংক ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো ১০।

 

বাইনারি সংখ্যা পদ্ধতি

  • যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি অংক ব্যবহার করা হয়, সেই পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়।
  • যেহেতু এই পদ্ধতিতে মোট ২টি মৌলিক অংক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো ২।

 

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x