ব্যতিচার কাকে বলে? ব্যতিচারের শর্ত কি?
দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পায়।
এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোকোজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে। ১৮০১ খ্রিস্টাব্দে টমাস ইয়ং (Thomas Young) আলোকের ব্যতিচার আবিষ্কার করেন।
ব্যতিচার দুই ধরনের : (১) গঠনমূলক ব্যতিচার ও (২) ধ্বংসাত্মক ব্যতিচার।
গঠনমূলক ব্যতিচার (Constructive interference) : দুটি উৎস হতে সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে উজ্জ্বল বিন্দু পাওয়া গেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে।
ধ্বংসাত্মক ব্যতিচার (Destructive interference) : দুটি উৎস হতে সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে অন্ধকার বিন্দু পাওয়া গেলে তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে।
- আলোর উৎস দু’টি সুসঙ্গত হতে হবে।
- যে দুটি তরঙ্গের ব্যতিচার ঘটবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে।
- উৎসগুলো খুব কাছাকাছি অবস্থিত হতে হবে।
- উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে।
- চিড়ের ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম হতে হবে।
- ব্যতিচার অর্থ কি?
- আলোর ব্যতিচার কাকে বলে?
- ব্যতিচার কত ধরনের?
- ব্যতিচারের শর্ত কি কি?
- গঠনমূলক ব্যতিচার কাকে বলে?
- গঠনমূলক ব্যতিচার এর সূত্র কি?
- ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে?
- ধ্বংসাত্মক ব্যতিচার এর শর্ত কি?
- আলোর অপবর্তন ও ব্যতিচার এক নয়- ব্যাখ্যা করো।
- ব্যতিচার এক ধরনের সমবর্তন- ব্যাখ্যা কর।
- ব্যতিচার ও অপবর্তনের পার্থক্য কি?
- স্থায়ী ব্যতিচারের শর্ত কি?