প্রতিসরণাঙ্ক কাকে বলে? প্রতিসরণাঙ্ক কীসের ওপর নির্ভর করে?

আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।

একে n দিয়ে প্রকাশ করা হয়। প্রতিসরণাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের ওপর নির্ভর করে।

 

প্রতিসরাঙ্ক নির্দেশ করে কোনো উপাদানের মধ্য দিয়ে আলোকরশ্মি অতিবাহিত হওয়ার সময় কতটা প্রতিসরিত হয় বা আলোর পথ কতটা বেঁকে যায়। ছবির ক্ষেত্রে n (ইটা) হলো প্রতিসরণাঙ্ক। এখানে a এর সাপেক্ষে b এর প্রতিসরণাঙ্ককে বোঝানো হয়েছে। যার মান হলো a মাধ্যম ও b মাধ্যমের আলোর বেগের অনুপাতের সমান।

দেখা যায়, কোণের বিবেচনায়, মাধ্যম পরিবর্তনে (হালকা থেকে ঘন মাধ্যমে), হালকা মাধ্যম থেকে আপতিত কোণের চেয়ে ঘন মাধ্যের প্রতিসরিত কোণটি কমে যায় বা হ্রাস পায়। এখানে, স্নেলের একটি সূত্র প্রযোজ্য।

আপতন কোণের sin অনুপাত÷ প্রতিসরণ কোণের sin অনুপাত একটি ধ্রুব মান বজায় রাখে।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “প্রতিসরণাঙ্ক কাকে বলে? প্রতিসরণাঙ্ক কীসের ওপর নির্ভর করে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।