শৈবাল কাকে বলে? ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য কি?

এককোষী বা বহুকোষী সমাঙ্গদেহী ক্লোরোফিলযুক্ত সরল প্রকৃতির উদ্ভিদগোষ্ঠীকে শৈবাল বলে।

শৈবালের উপকারিতা

সামুদ্রিক শৈবাল থেকে অ্যালজিন প্রস্তুত করা হয়, যা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস সামুদ্রিক শৈবাল। মৎস্য চাষে ফাইটোপ্লাঙ্কটন বিশেষ ভূমিকা রাখে। এর প্রধান অংশই শৈবাল।

 

ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য কি?

ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো–

ছত্রাক

  1. ছত্রাক অসবুজ উদ্ভিদ।
  2. এরা পরভোজী উদ্ভিদ।
  3. এরা দ্বিবিভাজন, বাডিং ইত্যাদি প্রক্রিয়ায় বংশবিস্তার করে।
  4. এদের দেহে ক্লোরোফিল নেই।
  5. উদাহরণ : ঈস্ট, এগারিকাস ইত্যাদি।

শৈবাল

  1. শৈবাল সবুজ উদ্ভিদ।
  2. এরা স্বভোজী উদ্ভিদ।
  3. এরা অযৌন ও যৌন জনন উপায়ে বংশবৃদ্ধি করে।
  4. দেহে ক্লোরোফিল আছে।
  5. উদাহরণ : স্পাইরোগাইরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *