রঞ্জক পদার্থ কাকে বলে? প্রতিসরণাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পর্ক কি?

admin
1 Min Read

বস্তুকে রঙিন করার জন্য যে সব পদার্থ ব্যবহৃত হয় তাদেরকে রঞ্জক পদার্থ বলে। মানুষ প্রাকৃতিক উদ্ভিদ, প্রাণী ও খনিজ পদার্থকে রঞ্জক হিসেবে ব্যবহার করে। প্রাকৃতিক উৎস হিসেবে মানুষ পেঁয়াজের খোসা দিয়ে কাপড়, গাব গাছের কষ দিয়ে মাছ ধরার জাল ইত্যাদি রঙিন করতো।

প্রতিসরণাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পর্ক কি?
যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর বেগ কম আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি। প্রকৃতপক্ষে কোনো মাধ্যমে আলোর বেগ cm এবং শূন্যস্থানে আলোর বেগ c0 হলে ঐ মাধ্যমের প্রতিসরণাঙ্ক n = c0/cm

Share this Article
Leave a comment
x