প্রথম অধ্যায় : ঈশ্বরের স্বরূপ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
উত্তর : জীবাত্মা।
প্রশ্ন-২. ‘ঈশ্বর’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘ঈশ্বর’ শব্দের অর্থ প্রভু।
প্রশ্ন-৩. ঈশ্বরকে সেবা করা যায় কীভাবে?
উত্তর : জীব সেবার মাধ্যমে।
প্রশ্ন-৪. কয়টি গুণের কারণে ঈশ্বরকে ভগবান বলা হয়?
উত্তর : ছয়টি।
প্রশ্ন-৫. শাস্ত্র অনুসারে জ্ঞানী বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর : আত্মা ও ব্রাহ্মজ্ঞানী।
প্রশ্ন-৬. যোগীর দৃষ্টিতে ঈশ্বরকে কী বলা হয়?
উত্তর : পরমাত্মা।
প্রশ্ন-৭. অবতার কাকে বলে?
উত্তর : ঈশ্বর যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে নেমে আসে তখন তাকে অবতার বলে।
প্রশ্ন-৮. ব্রহ্ম শব্দের অর্থ কি?
উত্তর : সর্ববৃহৎ।
প্রশ্ন-৯. ঈশ্বর এ বিশ্বজগৎ কীভাবে পরিচালনা করেন?
উত্তর : শৃঙ্খলার সাথে।
প্রশ্ন-১০. ‘ভগ’ শব্দের অর্থ কি?
উত্তর : ঐশ্বর্য।
প্রশ্ন-১১. ব্রহ্মের আরেক নাম কি?
উত্তর : পরমাত্মা।
প্রশ্ন-১২. বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন কে?
উত্তর : স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন-১৩. ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন কেন?
উত্তর : দুষ্টের দমনের জন্য।
প্রশ্ন-১৪. যোগী কোনটির মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছেন?
উত্তর : যোগ সাধনার।
প্রশ্ন-১৫. ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এগুলো ভগবানের কী?
উত্তর : গুণ।
প্রশ্ন-১৬. পৃথিবীকে পালন করেন কে?
উত্তর : নারায়ণ।
প্রশ্ন-১৭. ঈশ্বরকে আমরা কী ভেবে শ্রদ্ধা ও ভক্তি করি?
উত্তর : সর্বশক্তিমান।
প্রশ্ন-১৮. মহাবিশ্বের সবকিছু যথা সময়ে নিয়ন্ত্রণ করছেন কে?
উত্তর : ঈশ্বর।
প্রশ্ন-১৯. সকল বিষয়ে চাওয়া-পাওয়া দূর করতে সক্ষম হন কে?
উত্তর : জ্ঞানী।
প্রশ্ন-২০. জ্ঞানীর নিকট ঈশ্বরের রূপ কী?
উত্তর : ব্রহ্ম।
প্রশ্ন-২১. কোন প্রক্রিয়ায় সকল প্রাণী-অপ্রাণী পুনরায় ঈশ্বরের কাছে ফিরে আসে?
উত্তর : মৃত্যুর মাধ্যমে।
প্রশ্ন-২২. ‘একো দেবঃ সর্বভূতেষুঃ গূঢ়ঃ’ মন্ত্রটি কোন গ্রন্থের?
উত্তর : উপনিষদের।
প্রশ্ন-২৩. মহাবিশ্বের সবকিছু শৃঙ্খলার সাথে পরিচালিত হওয়ার মূল কারণ কী?
উত্তর : ঈশ্বর।
প্রশ্ন-২৪. ভগবান কয়টি গুণের অধিকারী?
উত্তর : ছয়।
প্রশ্ন-২৫. বিশ্বহ্মাণ্ডের নিয়ন্ত্রক কে?
প্রশ্ন-২৬. ভক্তের নিকট ঈশ্বর কী?
উত্তর : ভগবান।
প্রশ্ন-২৭. ‘ওঁ’ শব্দটি দ্বারা কী বোঝায়?
উত্তর : সত্য।
প্রশ্ন-২৮. ভক্ত ও ভগবানের মিলন সেতু কী?
উত্তর : ভক্তি।
প্রশ্ন-২৯. ঈশ্বর কার নিকট ভগবানরূপে আবির্ভূত হন?
উত্তর : ভক্তের।
প্রশ্ন-৩০. যজুর্বেদের কয়টি অংশ?
উত্তর : যজুর্বেদের দুইটি অংশ। যথা- শুল্ক ও কৃষ্ণ।
প্রশ্ন-৩১. কাদেরকে যোগী বলা হয়?
উত্তর : যারা আত্মার উপাসনা করেন এবং যোগসাধনার সাথে সম্পৃক্ত হন তাদের যোগী বলা হয়।
প্রশ্ন-৩২. যোগীদের দৃষ্টিতে ঈশ্বর কীরূপ?
উত্তর : যোগীদের দৃষ্টিতে ঈশ্বর পরমাত্মা।