সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer in Bengali)
প্রশ্ন-১. স্বাভাবিক সংখ্যা কি?
উত্তর : ধনাত্মক অখন্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা।
প্রশ্ন-২. আলোর প্রতিসরণ হওয়ার কারণ কি?
উত্তর : আলোর প্রতিসরণ হওয়ার কারণ হলো বিভিন্ন মাধ্যমে আলোর বেগের ভিন্নতা।
প্রশ্ন-৩. ভিনেগারের অপর নাম কি?
উত্তর : ভিনেগারের অপর নাম হলো সিরকা।
প্রশ্ন-৪. ডেলরিনের মনোমার কি?
উত্তর : ডেলরিনের মনোমার হলো মিথান্যাল (HCHO)।
প্রশ্ন-৫. অঋণাত্মক সংখ্যা কি?
উত্তর : অঋণাত্মক সংখ্যা হলো শূন্যসহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা।
প্রশ্ন-৬. ক্লোরিনেশন কি?
উত্তর : ক্লোরিনেশন হচ্ছে পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ একটি পদ্ধতি।
প্রশ্ন-৭. ভিটামিন সি এর অপর নাম কি?
উত্তর : ভিটামিন সি এর অপর নাম হলো এসকরবিক এসিড।
প্রশ্ন-৮. চোখের প্রধান ত্রুটি কয়টি?
উত্তর : চোখের প্রধান ত্রুটি দুইটি।
প্রশ্ন-৯. এস.আই. পদ্ধতিতে ভরের একক কী?
উত্তর : এস.আই. পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
প্রশ্ন-১০. ক্যান্ডেলা কী?
উত্তর : ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের পরিমাপের একক।
প্রশ্ন-১১. পুরুত্ব মাপার একক কী?
উত্তর : পুরুত্ব মাপার একক মিলিমিটার (মিমি)।
প্রশ্ন-১২. এসআই (SI) এর পূর্ণরূপ লেখ।
উত্তর : এসআই (SI) এর পূর্ণরূপ হলো– ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট।
প্রশ্ন-১৩. মাইটোকন্ড্রিয়া কি?
উত্তর : মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র।
প্রশ্ন-১৪. কত সালে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করেন?
উত্তর : ১৮৭৫ সালে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করেন।
প্রশ্ন-১৫. রাশি কী?
উত্তর : যা পরিমাপ করা যায় তাই রাশি।
প্রশ্ন-১৬. তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কী?
উত্তর : তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন।
প্রশ্ন-১৭. চিংড়ি কোন পর্বের প্রাণী?
উত্তর : চিংড়ি আর্থোপোডা পর্বের প্রাণী।
প্রশ্ন-১৮. সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?
উত্তর : সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।
প্রশ্ন-১৯. এক্সরে কে আবিষ্কার করেন?
উত্তর : বিজ্ঞানী উহলহেলোম রন্টজেন এক্সরে আবিষ্কার করেন।
প্রশ্ন-২০. ভগ্নাংশ কত প্রকারের হয়?
উত্তর : ভগ্নাংশ দুই প্রকারের হয়। যেমনঃ ধনাত্মক ভগ্নাংশ ও ঋণাত্মক ভগ্নাংশ।
প্রশ্ন-২১. চুন বা মধু কোন ধরনের পদার্থ?
উত্তর : চুন বা মধু হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ।
প্রশ্ন-২২. পূর্ণ সংখ্যা কি?
উত্তর : পূর্ণ সংখ্যা হলো অখন্ড বাস্তব সংখ্যা। যেমনঃ -3, -2, -1, 0, 1, 2, 3,…..
প্রশ্ন-২৩. ইন্টারনেট কত সালে শুরু হয়?
উত্তর : ইন্টারনেট ১৯৬৯ সালে শুরু হয়।
প্রশ্ন-২৪. তথ্যের মহাসরণি কাকে বলা হয়?
উত্তর : ইন্টারনেটকে তথ্যের মহাসরণি বলা হয়।
প্রশ্ন-২৫. ব্রাউজার কি?
উত্তর : ব্রাউজার হলো ওয়েবসাইট দেখার অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
প্রশ্ন-২৬. সর্বজনীন গ্রহীতা কাকে বলে?
উত্তর : AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে।
প্রশ্ন-২৭. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়?
উত্তর : স্ফিগমোম্যানোমিটার এর সাহায্যে রক্তচাপ মাপা হয়।
প্রশ্ন-২৮. স্ট্রোক কাকে বলে?
উত্তর : মস্তিষ্কের রক্তক্ষরণকে স্ট্রোক বলে।
প্রশ্ন-২৯. সর্বজনীন দাতা কাকে বলে?
উত্তর : O গ্রুপকে সর্বজনীন দাতা বলে।
প্রশ্ন-৩০. লিনেন সুতার অপর নাম কি?
উত্তর : লিনেন সুতার অপর নাম ফ্ল্যাক্স।
প্রশ্ন-৩১. Fermentation অর্থ কি?
উত্তর : Fermentation অর্থ হলো গাঁজন।
প্রশ্ন-৩২. গ্লোবাল ওয়ার্মিং কি?
উত্তর : বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং।
প্রশ্ন-৩৩. ফরমালিন কী?
উত্তর : ফরমালিন হলো কাঁচা মাছ, পাকা ফল সতেজ রাখার কাজে ব্যবহৃত এক প্রকার রাসায়নিক পদার্থ।
প্রশ্ন-৩৪. আউটসোর্সিং কী?
উত্তর : আউটসোর্সিং বলতে ইন্টারনেটভিত্তিক কাজকে বুঝায়।
প্রশ্ন-৩৫. মৌরি কী?
উত্তর : ফুলপ্যান্ট, পাজামা, সালোয়ার প্রভৃতি পোশাকের পায়ের ঘেরের মাপকে মৌরি বলে।
প্রশ্ন-৩৬. পুট কাকে বলে?
উত্তর : মেরুদন্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের শেষ প্রান্তের উঁচু হাড় পর্যন্ত মাপকে পুট বলে।
প্রশ্ন-৩৭. Founder অর্থ কি?
উত্তর : Founder অর্থ প্রতিষ্ঠাতা।
প্রশ্ন-৩৮. রিলিং কাকে বলে?
উত্তর : রেশমের কয়েকটি লম্বা তন্তুকে একত্র করে পেঁচিয়ে রাখাকে রিলিং বলে।
প্রশ্ন-৩৯. ঝুল কী?
উত্তর : পোশাকের লম্বা মাপই হচ্ছে ঝুল।
প্রশ্ন-৪০. বুনন কী?
উত্তর : বুনন হলো তাঁতের সাহায্যে টানা ও পড়েন সুতার পারস্পারিক সমকৌণিক বন্ধন।
প্রশ্ন-৪১. টানা বা ওয়ার্প কাকে বলে?
উত্তর : তাঁতের মধ্যে এক সেটা সুতা লম্বালম্বিভাবে সাজানোকে টানা বা ওয়ার্প বলে।
প্রশ্ন-৪২. থ্রোয়িং কী?
উত্তর : থ্রোয়িং হলো কয়েকটি তন্তুকে একত্রীকরণ ও মোচড়ানো।
প্রশ্ন-৪৩. সুতা তৈরির মূল উপাদান কোনটি?
উত্তর : সুতা তৈরির মূল উপাদান তন্তু।
প্রশ্ন-৪৪. কোন শব্দ থেকে ব্যারাইট শব্দের উৎপত্তি হয়?
উত্তর : গ্রিক শব্দ Barys থেকে ব্যারাইট শব্দের উৎপত্তি হয়।
প্রশ্ন-৪৫. Barys শব্দের অর্থ কি?
উত্তর : Barys শব্দের অর্থ ভারী।
প্রশ্ন-৪৬ ব্যারাইট কী?
উত্তর : রসায়নের বেরিয়াম সালফেট (BaSo4) খনিজই ব্যারাইট নামে পরিচিত।
প্রশ্ন-৪৭. ডিটারজেন্ট কি?
উত্তর : ডিটারজেন্ট একশ্রেণীর পরিষ্কারক।
প্রশ্ন-৪৮. সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তর : যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ এবং গণনা করা হয়ে থাকে তাকে সংখ্যা পদ্ধতি বলে।
প্রশ্ন-৪৯. তাজবিদ কাকে বলে?
উত্তর : কুরআন মজিদ শুদ্ধভাবে পড়ার নিয়মকে তাজবিদ বলে।
প্রশ্ন-৫০. রান্না কী?
উত্তর : রান্না মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া।
প্রশ্ন-৫১. উইকিপিডিয়া কি?
উত্তর : উইকিপিডিয়া হলো বিশ্বকোষ।
প্রশ্ন-৫২. কম্পিউটার নেটওয়ার্ক কি?
উত্তর : একাধিক কম্পিউটারের পরস্পরের সংযোগকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক।
প্রশ্ন-৫৩. কত হিজরিতে মক্কা বিজয় হয়?
উত্তর : অষ্টম।
প্রশ্ন-৫৪. উমর ইবনে আব্দুল আজিজ (র.) এর মাতার নাম কী?
উত্তর : উম্মু আসিম লায়লা।
প্রশ্ন-৫৫. কাকে পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর : হযরত উমর ইবনে আব্দুল আজিজ (রা.) কে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।
প্রশ্ন-৫৬. হযরত মুসা (আ.) কত বছর বয়সে ইন্তিকাল করেন?
উত্তর : ১২০।
প্রশ্ন-৫৭. ক্রোমোজোম কোথায় অবস্থান করে?
উত্তর : ক্রোমোজোম জীবকোষের নিউক্লিয়াসে থাকে।
প্রশ্ন-৫৮. উদার শব্দটির অর্থ কি?
উত্তর : উদার শব্দটির অর্থ হচ্ছে মহান।
প্রশ্ন-৫৯. ত্যাগ অর্থ কি?
উত্তর : ত্যাগ অর্থ কোনো কিছু বর্জন বা পরিহার করা।
প্রশ্ন-৬০. ত্যাগ কীসের অঙ্গ?
উত্তর : ত্যাগ ধর্মের অঙ্গ।
প্রশ্ন-৬১. রামের পিতার অপর নাম কি?
উত্তর : রামের পিতার অপর নাম রাজা দশরথ।
প্রশ্ন-৬২. তিতিক্ষা অর্থ কি?
উত্তর : তিতিক্ষা অর্থ সহিষ্ণুতা।
প্রশ্ন-৬৩. তিতিক্ষা সমাজে কী আনয়ন করে?
উত্তর : তিতিক্ষা সমাজে শান্তি আনয়ন করে।
প্রশ্ন-৬৪. বিষ্ণুর অবতার কে?
উত্তর : বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র।
প্রশ্ন-৬৫. ট্রিটিয়াম কি?
উত্তর : ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ।
প্রশ্ন-৬৬. অবিন্যস্ত উপাত্ত কি?
উত্তর : এলোমেলোভাবে উপস্থাপিত তথ্য হলো অবিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন-৬৭. পরিসংখ্যান কি?
উত্তর : পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি।
প্রশ্ন-৬৮. কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে তাকে কী বলে?
উত্তর : কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে তাকে গলনাঙ্ক বলে।
প্রশ্ন-৬৯. প্রাণীর বিভিন্নতা নির্ভর করে কীসের ওপর?
উত্তর : পরিবেশের বৈচিত্র্য।
প্রশ্ন-৭০. প্রাণিজগতে এ পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত?
উত্তর : ১৫ লক্ষ।
প্রশ্ন-৭১. কে সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন-৭২. আসরের নামাজ কত রাকাত?
উত্তর : আসরের নামাজ মোট আট রাকাত।
১। চার রাকাত সুন্নত
২। চার রাকাত ফরজ।
প্রশ্ন-৭৩. টমেটোতে কোন এসিড থাকে?
উত্তর : টমেটোতে অক্সালিক এসিড থাকে।
প্রশ্ন-৭৪. সুতা কী?
উত্তর : সুতা হচ্ছে বুনন বা নিটিং প্রক্রিয়ার মূল উপকরণ।
প্রশ্ন-৭৫. DML এর পূর্ণনাম কী?
উত্তর : DML এর পূর্ণনাম হচ্ছে- Data Manipulation language।
প্রশ্ন-৭৬. রোমান ভাষায় ক্যালকুলি (Calculi)-এর বাংলা অর্থ কী?
উত্তরঃ নুড়ি।
প্রশ্ন-৭৭. ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কী ব্যবহার করত?
উত্তরঃ গিট দেওয়া দড়ি।
প্রশ্ন-৭৮. ১৬১৪ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন?
উত্তরঃ জন নেপিয়ার।