মানচিত্র ও স্কেল
1. স্কেল কাকে বলে?
উঃ মানচিত্রের দুটি স্থান বা দূরত্ব এবং ভূপৃষ্ঠের ঐ দুটি স্থানের দূরত্বের অনুপাত মানচিত্রে যখন দেখানো হয়, তখন তাকে স্কেল বলে।
2. ম্যাপ (map) শব্দটির উৎস কী? এর অর্থ কী?
উঃ ল্যাটিন শব্দ ‘mappa’ থেকে এসেছে। এর অর্থ টেবিল ক্লথ বা চৌকো কাপড়ের টুকরো।
3. কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন?
উঃ গ্রীক পণ্ডিত অ্যানাক্সিম্যাণ্ডার (Anaximander) ।
4. পৃথিবীর প্রথম প্রকাশিত মানচিত্র কোনটি?
উঃ গেরারদাস মারকেটর (Gerardas Mercator)-এর মানচিত্র।
5. মানচিত্রের শ্রেণিবিভাগগুলি লেখো।
উঃ স্কেলের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার। যথা- বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র।
বৃহৎ স্কেলের মানচিত্র আবার তিন প্রকার। যথা-
১) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical map) ।
২) প্ল্যান (Plan) ।
৩) মৌজা মানচিত্র (Cadastral map) ।
6. এটলাস মানচিত্র কী?
উঃ ১৯৩৬ খ্রীষ্টাব্দে মারকেটর এবং হন্ড যৌথভাবে সংগৃহীত মানচিত্রগুলিকে পুস্তকের আকারে প্রকাশ করেন। এই পুস্তকের প্রচ্ছদে গ্রীক-পুরাণে কথিত দৈত্য অ্যাটলাসের কাঁধে পৃথিবী ধারণ করার ছবি আঁকা আছে। সেই সময় থেকে অ্যাটলাসের নাম অনুসারে পুস্তকের আকারে প্রকাশিত মানচিত্রকে অ্যাটলাস বলা হয়।
7. উপস্থাপন বা প্রকাশ করার ভঙ্গি অনুযায়ী স্কেল কয় প্রকার কী কী?
উঃ তিন প্রকার। যথা- বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল ও লৈখিক স্কেল।
8. লৈখিক স্কেল কাকে বল?
উঃ যখন কোনো স্কেলকে রেখার আকারে এঁকে দেখানো হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।
9. রৈখিক স্কেল কাকে বলে?
উঃ যখন কোনো স্কেলকে সরলরেখার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে রৈখিক স্কেল বলে।
10. দিগংশ কী?
উঃ উত্তর রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে কোনো রেখা যত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, সেটি ঐ রেখার দিগংশ।
11. স্কেচ কী?
উঃ স্কেল ছাড়া অঙ্কিত চিত্রকে স্কেচ বলে।
12. ভূ-প্রকৃতি, নননদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়?
উঃ প্রাকৃতিক মানচিত্র।
13. ভারতীয় জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে?
উঃ গ্রিড সমন্বিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র (Topographical map) ।
14. দেওয়াল মানচিত্র কোন মানচিত্রের উদাহরণ?
উঃ ক্ষুদ্র স্কেলের মানচিত্র (Small Scale map) ।
15. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?
উঃ যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিস্তৃর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা Topographical Map বলা হয়।
16. ভগ্নাংশসূচক স্কেল কী?
উঃ মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা Representative Fraction বলে।
R.F. = মানচিত্র দূরত্ব/ভূমি দূরত্ব।
17. বিবৃতিমূলক স্কেল কী?
উঃ মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে।