বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা এবং ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে?
বিগালক : কোন পদার্থের গলন তাপমাত্রা হ্রাস করার জন্য ঐ পদার্থের মধ্যে ভিন্ন আরেকটি যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে।
খনিজমল : আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় আকরিকের সাথে অন্যান্য যেসব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে সেসব পদার্থকে খনিজমল বলে।
ফ্লাক্স : আকরিক থেকে খনিজমল দূর করার জন্য আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করা হয় তাকে ফ্লাক্স বলে।
ম্যাগমা : কোন কোন শিলা ভূগর্ভের অনেক গভীরে থাকে যা ভূগর্ভের উচ্চচাপেও তাপে গলে যায় এই গলিত শিলাকে ম্যাগমা বলে।
ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ : পরিত্যক্ত ধাতু থেকে পুনরায় ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে।