প্রসেসিং হার্ডওয়্যার প্রশ্ন ও উত্তর (Processing Hardware Question and Answer in Bengali)

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question & Answer)

প্রশ্ন-১. প্রসেসিং সরঞ্জাম বা প্রসেসিং ডিভাইস কী? (What is Processing Device?)

উত্তরঃ কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রসেসিং এর কাজ করা হয়। প্রসেসিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন হার্ডওয়্যারসমূহকে প্রসেসিং ডিভাইস বলা হয়।

প্রশ্ন-২. পোর্ট কী? (What is Port?)

উত্তরঃ কম্পিউটার পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে কীবোর্ড (Keyboard), মাউস (Mouse), স্পিকার (Speaker), স্ক্যানার (Scanner) ইত্যাদি যন্ত্রের সংযোগ পয়েন্ট থাকে। এই সংযােগ পয়েন্টকে বলা হয় পোর্ট (Port)।

প্রশ্ন-৩. ইন্টারফেস কী? (What is Interface?)

উত্তরঃ কম্পিউটারের সঙ্গে পেরিফেরাল ডিভাইসগুলোর সংযোগের প্রক্রিয়াকে বলা হয় ইন্টারফেস (Interface)।

প্রশ্ন-৪. প্যারালাল পোর্ট কী? (What is Parallal Port?)

উত্তরঃ প্যারালাল পোর্টের মাধ্যমে প্যারালাল ডিভাইসগুলো ডেটা আদান-প্রদান করে থাকে। দ্রুতগতিতে তথ্য আদান প্রদানের জন্য এই ইন্টারফেসটি ব্যবহৃত হয়।

প্রশ্ন-৫. ইউএসবি পোর্ট কী? (What is USB Port?)

উত্তরঃ USB এর পূর্ণ অর্থ Universal Serial Bus। সিস্টেম ইউনিটের সাথে ইউএসবি বাস ও ইউএসবি সমর্থিত ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য মাদারবোর্ডের সাথে যে পোর্ট ব্যবহার করা হয় তাকে ইউএসবি পোর্ট বলা হয়।

প্রশ্ন-৬. পাওয়ার সাপ্লাই ইউনিট কী? (What is Power Supply Unit?)

উত্তরঃ পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ হলো এমন একটি কম্পোনেন্ট যেটি কোনো কম্পিউটারের অন্যান্য কম্পোনেন্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে।

প্রশ্ন-৭. সাউন্ড কার্ড কী? (What is Sound Card?)

উত্তরঃ সাউন্ডকার্ড হলো একটি কম্পিউটার এক্সপ্যানশন কার্ড যেটিতে অডিও সিগন্যালসমূহের ইনপুট ও আউটপুটের ব্যবস্থা রয়েছে।

প্রশ্ন-৮. কম্পিউটার কেস কী? (What is Computer Case?)

উত্তরঃ কম্পিউটার কেস হলো এমন একটি এলাকা যা কম্পিউটারের প্রধান কম্পোনেন্টগুলোকে বহন করে।

প্রশ্ন-৯. সিরিয়াল পোর্ট কী? (What is Serial Port?)

উত্তরঃ সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস সংযোগ দেওয়ার পোর্টকে সিরিয়াল পোর্ট বলা হয়। Electronics Industry Association (EIA) এ পোর্টের উন্নয়ন সাধন করে।

 

 

প্রশ্ন-১০. ইউএসবি পোর্ট কী? (What is USB Port?)

উত্তরঃ USB এর পূর্ণ অর্থ Universal Serial Bus। সিস্টেম ইউনিটের সাথে ইউএসবি বাস ও ইউএসবি সমর্থিত ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য মাদারবোর্ডের সাথে যে পোর্ট ব্যবহার করা হয় তাকে ইউএসবি পোর্ট বলা হয়।

প্রশ্ন-১১. ইন্টেল কি? (What is Intel?)

উত্তর : ইন্টেল হচ্ছে বিশ্ব বিখ্যাত প্রথম মাইক্রোপ্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৬৮ সালের দিকে রবার্ট নয়েস, অ্যান্ডি গ্রোভ এবং গর্ডন ম্যুর সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি প্রথমদিকে আইসি উৎপাদন করলেও পরবর্তীতে মাইক্রোপ্রসেসর উৎপাদন শুরু করে। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ মাইক্রোপ্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (Multiple Choice Question & Answer)

প্রশ্ন-১. কোনটি প্রসেসিং হার্ডওয়্যার নয়?

ক. মাইক্রোপ্রসেসর

খ. মেমোরি

গ. মাদারবোর্ড

ঘ. স্টোরেজ

উত্তরঃ স্টোরেজ।

প্রশ্ন-২. কোনটি বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর?

ক. ইন্টেল ৪০০৪

খ. ইন্টেল ৮০৮০

গ. ইন্টেল ৮০০৮

ঘ. ইন্টেল ৪০৪০

উত্তরঃ ইন্টেল ৮০০৮

প্রশ্ন-৩. চতুর্থ প্রজন্মের ইন্টেল প্রসেসর কোনটি?

ক. ইন্টেল ৪৪৬DX4

খ. ইন্টেল পেন্টিয়াম ৪

গ. ইন্টেল ৩৮৬

ঘ. ইন্টেল পেন্টিয়াম

উত্তরঃ ইন্টেল পেন্টিয়াম ৩৮৬

প্রশ্ন-৪. বর্তমানে বিভিন্ন ডিভাইস সংযুক্ত করতে কোন পোর্টটি বেশি ব্যবহৃত হয়?

ক. USB পোর্ট

খ. পেরালাল পোর্ট

গ. গেম পোর্ট

ঘ. সিরিয়াল পোর্ট

উত্তরঃ USB পোর্ট।

প্রশ্ন-৫. প্রসেসর কি দ্বারা তৈরি?

ক. সার্কিট

খ. সিলিকন

গ. প্রোটন

ঘ. ইন্ট্রিগ্রেটেড সার্কিট

উত্তরঃ ইন্ট্রিগ্রেটেড সার্কিট।

প্রশ্ন-৬. কোনটি আউপুট ডিভাইস?

ক. প্রজেক্টর

খ. জয়স্টিক

গ. লাইটপেন

ঘ. টার্চ স্ক্রিন

উত্তরঃ প্রজেক্টর।

প্রশ্ন-৭. কোনটি AC আকারের বিদ্যুৎ প্রবাহকে DC তে রূপান্তর করে কম্পিউটারকে চলতে সাহায্য করে?

Conventing the DC to AC which component to help run the computer?

ক. ট্রান্সফরমার

খ. ট্রানজিস্টার

গ. পাওয়ার সাপ্লাই

ঘ. UPS

উত্তরঃ পাওয়ার সাপ্লাই।

প্রশ্ন-৮. যেটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ চিপ ও ট্রানজিস্টরগুলো ধারণ করে তাকে বলে?

Which contains important chip and transistors of computer is called?

ক. মাদারবাের্ড

খ. স্লট

গ. চিপবাের্ড

ঘ. AGP কার্ড

উত্তরঃ মাদারবোর্ড

প্রশ্ন-৯. দুটি ডিজিটাল ব্যবস্থার সংযােগ যে লজিক সার্কিট দ্বারা করা হয় তাকে বলে?

The digital logic cercuit that connects two digital process is called.

ক. পেরিফেরালস

খ. লজিকগেট

গ. ইন্টারফেস

ঘ. লজিক সার্কিট

উত্তরঃ ইন্টারফেস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *