Physics (ফিজিক্স) Question and Answer in Bengali for Examination (2022)

প্রশ্ন-১। পীচ কাকে বলে?

উত্তরঃ স্ক্রুগজ বা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেল একবার ঘুরালে তা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ যন্ত্রের পীচ বলে।

প্রশ্ন-২। স্পন্দন গতি কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একইপথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে।

প্রশ্ন-৩। এসি প্রবাহ কাকে বলে?

উত্তরঃ যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে এসি প্রবাহ বলে।

প্রশ্ন-৪। সদিক রাশি বা ভেক্টর রাশি কাকে বলে?

উত্তরঃ যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করবার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে সদিক রাশি বা ভেক্টর রাশি বলে।

প্রশ্ন-৫। সাম্য বল কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লন্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোন ত্বরণ না হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে তবে ঐ বলগুলোকে সাম্য বল বলে।

প্রশ্ন-৬। ক্ষমতা কাকে বলে?

উত্তরঃ কোনো উৎস কর্তৃক একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে।

প্রশ্ন-৭। স্প্রিং ধ্রুবক কাকে বলে?

উত্তরঃ কোনো স্প্রিংকে এর সাম্যাবস্থা হতে 1m প্রসারিত বা সংকুচিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে স্প্রিং ধ্রুবক বলে।

প্রশ্ন-৮। কৌণিক ভরবেগ কাকে বলে?

উত্তরঃ ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা ও কৌণিক বেগের গুণফলকে ঐ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ বলে।

প্রশ্ন-৯। প্রক্ষেপক কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোন স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বা প্রক্ষেপক বলে।

প্রশ্ন-১০। মাত্রা কাকে বলে?

উত্তরঃ একটি ভৌত রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচক বা কোন পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বলে।

প্রশ্ন-১১। সরণ কাকে বলে?

উত্তরঃ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।

প্রশ্ন-১২। কর্মদক্ষতা কাকে বলে?

উত্তরঃ কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

প্রশ্ন-১৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?

উত্তরঃ অতি অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ও সময় ব্যবধানের অনুপাতকে ঐ মুহূর্তকালের তাৎক্ষণিক দ্রুতি বলে।

প্রশ্ন-১৪। পর্যায়কাল কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।

প্রশ্ন-১৫। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

উত্তরঃ ভার্নিয়ার স্কেলের একভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম একভাগের চেয়ে যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে।

 

প্রশ্ন-১৬। একটি বড় বৃষ্টির ফোঁটা ভেঙ্গে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করলে তাপমাত্রার কি পরিবর্তন হবে– ব্যাখ্যা কর।

উত্তরঃ একটি বড় বৃষ্টির ফোঁটা ভেঙ্গে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করলে পৃষ্ঠের মোট ক্ষেত্রফল বৃদ্ধি পায়। পৃষ্ঠশক্তির দরুণ এক্ষেত্রে কিছু শক্তির দরকার হয়। বৃহৎ পানির ফোঁটা হতে এ শক্তি শোষণ করা হয় বিধায় এক্ষেত্রে তাপমাত্রার হ্রাস ঘটবে।

প্রশ্ন-১৭. মৌলিক রাশি কয়টি ও কি কি?

উত্তর : মৌলিক রাশির সংখ্যা সাতটি। মৌলিক রাশিসমূহের একক ও প্রতীকসমূহ নিচের ছকে দেওয়া হলো:

 ক্রমিক  ভৌত রাশি  একক  এককের প্রতীক
 ১  দৈর্ঘ্য  মিটার  m
 ২  ভর  kg
 ৩  সময়  সেকেন্ড  s
 ৪  তড়িৎ প্রবাহ  অ্যাম্পিয়ার  A
 ৫  তাপমাত্রা  কেলভিন  K
 ৬  দীপন ক্ষমতা ক্যান্ডেলা  cd
 ৭  পদার্থের পরিমাণ  মোল  mole

প্রশ্ন-১৮. মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য কি?

উত্তর : মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য নিচের ছকে দেওয়া হলো :

 মৌলিক একক  লব্ধ একক
 ১. মৌলিক রাশির একককে মৌলিক একক বলে।  ১. লব্ধ রাশির একককে লব্ধ একক বলে।
 ২. মৌলিক একক প্রস্থ, মিটার, সেকেন্ড, গ্রাম ইত্যাদি।  ২. লব্ধ একক হচ্ছে বর্গমিটার, ঘনমিটার ইত্যাদি।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *